Mamata Banerjee: ‘বাইরের লোকদের বকার অধিকার নেই’, এই কারণেই মুখ্যমন্ত্রীর বৈঠক থেকে বাদ তাহেরপুর-ঝালদা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 24, 2024 | 6:02 PM

Mamata Banerjee: সোমবার নবান্ন সভাঘরে পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্য়ায়। মন্ত্রী-বিধায়ক কাউকে রেয়াত করেনি। যাঁর কাজে যেখানে যেখানে আপত্তি রয়েছে, অসন্তোষ রয়েছে... ভরা সভায় সব উগরে দেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: বাইরের লোকদের বকার অধিকার নেই, এই কারণেই মুখ্যমন্ত্রীর বৈঠক থেকে বাদ তাহেরপুর-ঝালদা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সোমবার সব নজর ছিল নবান্নের দিকে। লোকসভা ভোটের পর সব পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ডাক পায়নি শুধু দুটি পুরসভা। ঝালদা ও তাহেরপুর। এই দুই জায়গাতেই তৃণমূল বিরোধী শক্তির দাপট। কিন্তু সরকারি বৈঠকে কেন এই দুই পুরসভা ডাক পেল না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিস্তর চর্চা। উঠছে সরকারি বৈঠকে ‘আমরা-ওরার’ অভিযোগ। কেন দুই পুরসভা ডাক পায়নি, এবার সেই বিষয়টি খোলসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

বৈঠকের একেবারে শেষের দিকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দু’টি পুরসভাকে ডাকতে পারিনি। কারণ সেখানে অন্য (দলের) পুরসভা আছে, তাঁরা বিষয়টি কীভাবে নেবেন… কারণ আমি আমাদের লোকদের যতটা বকতে পারি, বাইরের লোকেদের অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই। এটা তাদের নিজস্ব ব্যাপার। সেই জন্যই (ডাকা হয়নি)।” এরপরই ঝালদা ও তাহেরপুর পুরসভার বিষয়ে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “তারা আমাদের সঙ্গে যোগাযোগও রাখে না। তারা তাদের মতো ভাল করে কাজ করুক, শুভেচ্ছা থাকবে।”

প্রসঙ্গত, সোমবার নবান্ন সভাঘরে পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্য়ায়। চেয়ারম্যান তো দূর, মন্ত্রী-বিধায়ক কাউকে রেয়াত করেনি। যাঁর কাজে যেখানে যেখানে আপত্তি রয়েছে, অসন্তোষ রয়েছে… ভরা সভায় সব উগরে দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে যে বৈঠক ডেকেছেন, সেটা সব পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক নয়। মুখ্যমন্ত্রী তাঁর দলের লোকদের ডেকেছেন। তাঁর দল যেসব পুরসভাগুলি চালায়, শুধুমাত্র সেগুলিকে তিনি ডেকেছেন। এটি কোনও সরকারি বৈঠক হতে পারে না। দফতর বৈঠক ডেকেছে, কিন্তু সিপিএম পরিচালিত পুরসভা তাহেরপুরকে ডাকল না। কংগ্রেস পরিচালিত পুরসভা ঝালদাকে ডাকল না।”

সুজন চক্রবর্তী আরও বলেন, “তাহলে মুখ্যমন্ত্রী মেনে নিলেন ঝালদা ও তাহেরপুরকে তিনি ডাকতে পারেন না, কারণ তারা ওঁর নিজের লোক নয়। কিন্তু পুলিশের অফিসারদের তিনি ডাকতে পারেন। আইএএস, আইপিএস-রা ওঁর নিজের লোক হল কীভাবে? উনি কি তাঁদেরও দলের লোক বলে মনে করছেন?”

Next Article