Mamata Banerjee: ৩০০ কোটি খরচে ৭২,০০০ কোটি আয়, রইল মমতার ‘ইকোনমিক মডেল’

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Nov 01, 2023 | 6:38 PM

Mamata Banerjee Economic Model: এবারের দুর্গাপুজোর মরশুমে বিভিন্ন পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের কোষাগার থেকে তাতে সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হয়েছে। সেই নিয়ে বিরোধীরা বার বার খোঁচা দিয়েছে রাজ্য সরকারকে।

Mamata Banerjee: ৩০০ কোটি খরচে ৭২,০০০ কোটি আয়, রইল মমতার ‘ইকোনমিক মডেল’
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) মরশুমে ব্যাপক লাভের মুখ দেখেছে বাংলা। আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে সেই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ব্রিটিশ কাউন্সিলের সমীক্ষার পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানালেন, এবার পুজোর প্রায় ৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। তবে এই পরিসংখ্যান এখনও সম্পূর্ণ নয় বলেই দাবি মুখ্যমন্ত্রীর। মমতা বললেন, “আমার ধারণা এটা ৮০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।”

উল্লেখ্য, এবারের দুর্গাপুজোর মরশুমে বিভিন্ন পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের কোষাগার থেকে তাতে সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হয়েছে। সেই নিয়ে বিরোধীরা বার বার খোঁচা দিয়েছে রাজ্য সরকারকে। রাজ্যের সরকারি কর্মচারীরা যখন ডিএ-র দাবিতে আন্দোলন করছেন, তখন সরকারের এই পদক্ষেপে সমালোচনা করেছিলেন বিরোধীদের অনেকেই। তবে পুজোর মরশুমে রাজ্যের এই ব্যাপক অঙ্কের ব্যবসায় এবার নয়া অর্থনৈতিক মডেলের কথা শোনালেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আমি টাকা দিয়েছি, কারণ তাঁরা সামাজিক কর্মসূচি করে। সুযোগ থাকলে আরও দেব।” এরপর হাসতে হাসতে বললেন, “যদি ৩০০ কোটি টাকা খরচ করে আমার ৭২ হাজার কোটি টাকা আয় হয়, এটা তো ইকোনমিক মডেল হওয়া উচিত। সব টাকা হয়ত আমাদের কাছে আসবে না। কিন্তু কিছুটা তো আসবে। মানুষ তো টাকা পেয়েছে। কত লোক হকারি করেছে, ফুচকা বিক্রি হয়েছে, রোল বিক্রি হয়েছে। কত মানুষ তো পুজোর সময় বাড়িতে রান্নাই করেননি।”

শুধু পুজোর মরশুমে ব্যবসাই নয়, সেই সঙ্গে পুজোর কার্নিভালের কথাও আজ উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। কলকাতায় পুজোর কার্নিভালের সঙ্গে জেলার কার্নিভালগুলিকে যোগ করলে বিশ্বের যে কোনও কার্নিভালকে এটি টেক্কা দিতে পারবে বলেই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Next Article