জলপাইগুড়ি ও উত্তর ২৪ পরগনায় মারণ কামড় করোনার, সংক্রমণ এখনও উর্ধ্বমুখী পাহাড়ে

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 29, 2021 | 10:52 PM

West Bengal Covid 19 Update:

জলপাইগুড়ি ও উত্তর ২৪ পরগনায় মারণ কামড় করোনার, সংক্রমণ এখনও উর্ধ্বমুখী পাহাড়ে
দেশের করোনা সংক্রমণ স্থিতিশীল প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: গত কালকের তুলনায় বাংলায় সংক্রমণের হার কিছুটা কমে এল বৃহস্পতিবার। কিন্তু মৃত্যু বাড়ল জলপাইগুড়ির মতো জেলায়। উত্তর ২৪ পরগনার আক্রান্তের সংখ্যা আজও ১০০-র উপরেই। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে দার্জিলিং। অন্যদিকে গত দু’দিন কোনও মৃত্যু না হলেও এ দিন ফের একবার একাধিক মৃত্যু ঘটেছে কলকাতায়। মৃত্যু বেড়েছে উত্তর ২৪ পরগনাতেও।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৭৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময় করোনা মুক্ত হয়েছে ৮২২ জন। মৃত্যু হয়েছে মোট ১৪ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭০ জন কমে বর্তমানে সেটা দাড়িয়ে ১১ হাজার ৩০০-তে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৮.০৭ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৩৬ টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। পজিটিভিটির হার ১.৬৭ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭ জন। মৃত্যু: বুধবার-৪, বৃহস্পতিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-৪।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-৩।

 

Next Article