কলকাতা: এর আগে ১ ফেব্রুয়ারি পেরিয়েছিল ২ হাজারের গণ্ডি। তখনও কাটেনি তৃতীয় ঢেউয়ের করাল গ্রাস। এদিকে এবার ফের রাজ্যে দৈনিক করোনা(Coronavirus) সংক্রমণ পেরিয়ে গেল ২ হাজারের গণ্ডি। বুধবারের করোনা বুলেটিন( Corona bulletin ) বলছে এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫২। অন্যদিকে এদিন দৈনিক পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১৬.২৪ শতাংশ। অন্যদিকে এদিন মারা গিয়েছেন ৩ জন। অন্যদিকে এদিন আবার কলকাতায়(Kolkata) করোনার কবলে পড়েছেন ৮২৫ জন। যা একদিন আগে ছিল ৭১৭। তাতেও নতুন করে বেড়েছে উদ্বেগ।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
কলকাতা – বুধবার আক্রান্ত ৮২৫ জন। মঙ্গলবার আক্রান্ত ৭১৭।
উত্তর ২৪ পরগনা -বুধবার আক্রান্ত ৫৫২ জন। মঙ্গলবার আক্রান্ত ৪৮২।
দক্ষিণ ২৪ পরগণা – বুধবার আক্রান্ত ১৫৭ জন। মঙ্গলবার আক্রান্ত ১৩৭।
হাওড়া – বুধবার আক্রান্ত ৯৪ জন। মঙ্গলবার আক্রান্ত ৯৬।
নদিয়া – বুধবার আক্রান্ত ৮৭ জন। মঙ্গলবার আক্রান্ত ৪০।
পশ্চিম বর্ধমান – বুধবার আক্রান্ত ৬৮ জন। মঙ্গলবার আক্রান্ত ৮৯।
পশ্চিম মেদিনীপুর- বুধবার আক্রান্ত ৬৬ জন। মঙ্গলবার আক্রান্ত ৫২।
দার্জিলিং- বুধবার আক্রান্ত ৩৫ জন। মঙ্গলবার আক্রান্ত ১৫।
বীরভূম- বুধবার আক্রান্ত ৬৮ জন। মঙ্গলবার আক্রান্ত ৪২।
পূর্ব বর্ধমান- বুধবার আক্রান্ত ৯৯ জন। মঙ্গলবার আক্রান্ত ৪৪।
পূর্ব মেদিনীপুর – বুধবার আক্রান্ত ২১ জন। মঙ্গলবার আক্রান্ত ১২।
জলপাইগুড়ি – বুধবার আক্রান্ত ২৬ জন। মঙ্গলবার আক্রান্ত ৩০।
মুর্শিদাবাদ – বুধবার আক্রান্ত ৮২৫ জন। মঙ্গলবার আক্রান্ত ১১।
মালদহ – বুধবার আক্রান্ত ২৩ জন। মঙ্গলবার আক্রান্ত ১৩।
উত্তর দিনাজপুর – বুধবার আক্রান্ত ১১ জন। মঙ্গলবার আক্রান্ত ১২।
আলিপুরদুয়ার – বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত ৬।
বাঁকুড়া – বুধবার আক্রান্ত ১৩ জন। মঙ্গলবার আক্রান্ত ৯।
দক্ষিণ দিনাজপুর – বুধবার আক্রান্ত ৯ জন। মঙ্গলবার আক্রান্ত ৩।
পুরুলিয়া – বুধবার আক্রান্ত ১৩ জন। মঙ্গলবার আক্রান্ত ১০।
ঝাড়গ্রাম – বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত ২।
কোচবিহার – বুধবার আক্রান্ত ১০ জন। মঙ্গলবার আক্রান্ত ১০।
কালিম্পং – বুধবার আক্রান্ত 0। মঙ্গলবার আক্রান্ত ৩।
হুগলি – বুধবার আক্রান্ত ১৪৬ জন। মঙ্গলবার আক্রান্ত ১৩৮।