Dengue: কলকাতার ১২টি ওয়ার্ডে ১০০-র বেশি করে ডেঙ্গি আক্রান্ত, তালিকায় আছে মেয়রের ওয়ার্ডও

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 13, 2022 | 11:54 PM

Dengue: ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত কলকাতার ওয়ার্ড ভিত্তিক পরিসংখ্যান বলছে, আক্রান্তের সংখ্যা হিসাবে ১০০ জনের বেশি আক্রান্ত হওয়া ওয়ার্ড রয়েছে ১২টি।

Dengue: কলকাতার ১২টি ওয়ার্ডে ১০০-র বেশি করে ডেঙ্গি আক্রান্ত, তালিকায় আছে মেয়রের ওয়ার্ডও
ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগের

Follow Us

কলকাতা: ডেঙ্গি (Dengue) নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে রাজ্যে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রবিবার রাজ্যে নতুন করে প্রায় ৬০০ জনের কাছাকাছি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ৪ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। ভয় ধরাচ্ছে ডেঙ্গিতে মৃত্যুও। তিন মাস আগে কাউন্সিলরদের সতর্ক করেছিল পুরসভা। কিন্তু সচেতনতার অভাবেই ডেঙ্গি মোকাবিলায় পুরনিগম পিছিয়ে পড়েছে বলে সূত্রের খবর। কাউন্সিলরদেরও যে আরও সচেতন হওয়া উচিত ছিল মানছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। অতীন ঘোষের বক্তব্য, “কাউন্সিলরদের বুঝিয়ে বলেছিলাম কোন জায়গাটা আমাদের ধরতে হবে। কিন্তু এখন যা দেখছি, বোঝা যাচ্ছে সেই জায়গায় কিছু দুর্বলতা ছিল।”

১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত কলকাতার ওয়ার্ড ভিত্তিক পরিসংখ্যান বলছে, আক্রান্তের সংখ্যা হিসাবে ১০০ জনের বেশি আক্রান্ত হওয়া ওয়ার্ড রয়েছে ১২টি। এর মধ্যে রয়েছে মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড ৮২। এখানে আক্রান্তের সংখ্যা ১১১। এছাড়াও ৩ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। ৯৩ নম্বর ওয়ার্ডে ১২২ জন আক্রান্ত, ৯৮ নম্বর ওয়ার্ডে আক্রান্ত ১০৩ জন, ৯৯ নম্বর ওয়ার্ডে আক্রান্ত ১৭২ জন, ১০০ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ১৩৫ জন, ১০১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত ২৮৭ জন, ১০৬ নম্বর ওয়ার্ডে আক্রান্ত ৪৭৬ জন, ১০৭ নম্বর ওয়ার্ডে সংখ্যাটা ১৬০, ১০৯ নম্বর ওয়ার্ডে ২৬৫ জন, ১১২ নম্বর ওয়ার্ডে আক্রান্ত ১৫৩ জন, ১১৫ নম্বর ওয়ার্ডে আক্রান্ত ১৭৮ জন।

বরো ভিত্তিক তথ্য

১ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৪৪৭ জন
২ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৪২ জন
৩ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ১৭৭ জন
৪ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ১০৪ জন
৫ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৬৩ জন
৬ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ২৫২ জন
৭ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ২৮৬ জন
৮ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৩৬৯ জন
৯ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৪৪৩ জন
১০ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ১১৫৪ জন
১১ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৪৯২ জন
১২ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ১৩৯৪ জন
১৩ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৪০৬ জন
১৪ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৩৬৯ জন
১৫ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৬ জন
১৬ নম্বর বরো এলাকায় মোট আক্রান্ত — ৪৮ জন

Next Article