দমদম : ফের অগ্নিকাণ্ড শহরে। গোরাবাজারের একটি বহুতলের তিন তলায় আগুন (Fire) লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই।
আগুন লাগতেই বহুতল থেকে বেরিয়ে আসেন কিছুজন। স্থানীয়রা জানিয়েছেন, কীভাবে, কখন আগুন লাগল তা বুঝতে পারেননি কেউই। আগুন লাগার অনতিপরেই দমকলকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আবাসিকদের নিরাপদে বের করেও আনা হয়।
আরও পড়ুন : প্রবল শীতে আগুন পোহাতে গিয়ে মৃত্যু এক প্রৌঢ়ার
প্রায় বেলা বারোটা নাগাদ আগুন লাগে। প্রায় তিরিশ থেকে পয়ঁত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
উল্লেখ্য, আজ সকালেও জোকার একটি বস্তিতে আগুন (Fire) লাগে। পুড়ে ছাই হয়ে যায় ২-৩ টি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। ঝুপড়িতে কীভাবে আগুন লেগেছিল তা নিয়ে সন্দিহান দমকল।