প্রবল শীতে আগুন পোহাতে গিয়ে মৃত্যু এক প্রৌঢ়ার
কোনওক্রমে আগুন নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
উত্তর দিনাজপুর: প্রবল শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার রায়গঞ্জের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতর নাম বিমলা সাহা (৫৫)। বাড়ি রায়গঞ্জ (Raiganj) শহরের পুর এলাকার কাঞ্চনপল্লি এলাকায়।
মৃতর পরিবারের দাবি, সোমবার রাতে ঘরেই আগুন পোহাচ্ছিলেন ওই মহিলা। কিন্তু আচমকাই তার পরনের শাড়িতে আগুন ধরে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে ধরে যায় শাড়ি, গোটা শরীর। দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন প্রৌঢ়া।
আরও পড়ুন: ইসকনের পাশেই দীক্ষিতের গুলিবিদ্ধ দেহ উদ্ধার
তাঁর আর্তনাদে ছুটে আসেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও ছুটে আসেন। কোনওক্রমে আগুন নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তাঁর। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।