তিন দিন পরই উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রীর সভা, আচমকাই সভাস্থল বদলের নির্দেশ

এর আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের চান্দৈল হাট ময়দানে সভার কথা ছিল। সেখানে প্রাথমিকভাবে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল।

তিন দিন পরই উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রীর সভা, আচমকাই সভাস্থল বদলের নির্দেশ
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Feb 07, 2021 | 10:57 AM

উত্তর দিনাজপুর: তিন দিন বাকি। আচমকাই ফোন, নির্দেশ উচ্চতর কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সভাস্থল বদল ঘিরে রাজনৈতিক জল্পনা উত্তর দিনাজপুরে। কালিয়াগঞ্জের পরিবর্তে সভা হবে রায়গঞ্জ স্টেডিয়ামে।

আগামী ১০ ফেব্রুয়ারি, বুধবার উত্তর ও দক্ষিন দিনাজপুরের দলীয় কর্মীদের নিয়ে কর্মীসভা করবেন মুখ্যমন্ত্রী। এর আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের চান্দৈল হাট ময়দানে সভার কথা ছিল। সেখানে প্রাথমিকভাবে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু রবিবার সকালে আচমকা রায়গঞ্জ স্টেডিয়ামে সভার নির্দেশ পেতেই প্রস্তুতি শুরু হয়।

ব্যস্ততার সঙ্গে রায়গঞ্জ পলিটেকনিকে অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এ দিনই পলিটেকনিকে হেলিকপ্টারের ট্রায়াল অবতরণ হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷ সভাস্থল পরিদর্শন করে স্থানীয় পুলিশ প্রশাসন। জেলার উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে ছিল স্থানীয় নেতৃত্বও।

আরও পড়ুন: বঙ্গ সফরের আগে বাংলায় টুইট নমোর, আসছেন প্রকল্পের ঝাঁপি নিয়ে

তবে কী কারণে সভাস্থল পরিবর্তন?

স্থানীয় দলীয় নেতৃত্বের দাবি, কালিয়াগঞ্জের যে মাঠে সভা হওয়ার কথা ছিল, সেটি লোকালয় থেকে দূরে, একটি গ্রামের মধ্যে। যাতায়াতের অসুবিধা রয়েছে। মুখ্য়মন্ত্রীর এই সভায় দুই দিনাজপুর, চোপড়া থেকে লোক আসবে। সেক্ষেত্রে সভাস্থলে পৌঁছতে তাঁদের সমস্যায় পড়তে হবে। সে কথা মাথায় রেখেই রায়গঞ্জে সভা করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চতর নেতৃত্ব।