হাত ফসকে নিজের বন্দুক থেকেই চলল গুলি, মৃত পঞ্জাবের আপ বিধায়ক

AAP MLA Dies: শুক্রবার রাতে আপ বিধায়ক বাড়ি ফেরেন। রাত সাড়ে ১১টার সময় হঠাৎ তাঁর ঘর থেকে গুলির শব্দ শোনা যায়। বিধায়কের স্ত্রী জানান,তাঁরা বাইরে থেকে গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন।

হাত ফসকে নিজের বন্দুক থেকেই চলল গুলি, মৃত পঞ্জাবের আপ বিধায়ক
মৃত আপ বিধায়ক।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 11, 2025 | 11:52 AM

লুধিয়ানা: হাত ফসকে নিজের বন্দুক থেকেই চলল গুলি। মৃত্যু আপ বিধায়কের। লুধিয়ানা পশ্চিমের বিধায়ক  গুরপ্রীত বাস্সি গোগির মৃত্যু হয়েছে বন্দুকের গুলিতে।

লুধিয়ানার যুগ্ম মিশনার জশকরণ সিং তেজা জানিয়েছেন, গুলিতে কপাল ফুঁড়ে যায় গোগির। ডিএমসি হাসপাতালে নিয়ে গেলে বিধায়ককে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আপ বিধায়ক বাড়ি ফেরেন। রাত সাড়ে ১১টার সময় হঠাৎ তাঁর ঘর থেকে গুলির শব্দ শোনা যায়। বিধায়কের স্ত্রী জানান,তাঁরা বাইরে থেকে গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন।দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আছেন আপ বিধায়ক।

সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ডিএমসি হাসপাতালে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, যে পিস্তল থেকে গুলি চলেছিল, সেটি লাইসেন্স প্রান্ত। কিন্তু কীভাবে গুলি চলল, তা জানা যায়নি।

জানা গিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই বিধানসভার স্পিকার ও আপ সাংসদের সঙ্গে বৈঠক করেছিলেন।