Durga Puja 2022: ‘দিদিই দুর্গা’, নেতাজি ইনডোরের বৈঠকে ‘দশভূজা’র সাজে হাজির বহুরূপী

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 22, 2022 | 11:56 PM

Durga Puja: গতবারের তুলনায় পুজো কমিটিগুলির আর্থিক অনুদান ১০ হাজার টাকা বাড়ল। দারুণ খুশি পুজো উদ্যোক্তারা। রাজ্যে মোট ৪০ হাজার ৯২টি পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Durga Puja 2022: ‘দিদিই দুর্গা’, নেতাজি ইনডোরের বৈঠকে দশভূজার সাজে হাজির বহুরূপী
এভাবেই এদিন মিটিংয়ে হাজির হন পূর্বাচল শক্তি সংঘের সদস্যরা। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: চারদিকের শত খারাপ, শত অস্থিরতার মাঝেও শরতের মেঘ আকাশে উঁকি দিলেই বাঙালির দিন গোনা শুরু। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের অপেক্ষা, মায়ের আগমনীর প্রহর গোনা। যার যেটুকু সামর্থ্য, তার সবটুকু দিয়ে চারটে দিন নিজের মতো করে বাঁচার আশার বুক বাঁধা। গত কয়েক বছর ধরে রাজ্য সরকার পুজোয় পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেয়। গত বছর ৫০ হাজার টাকা করে দিয়েছিল। এবার তা বেড়ে ৬০ হাজার হয়েছে। পুজোর আগে একটা বড়সড় বৈঠকও হয় মিটিং নিয়ে। মুখ্যমন্ত্রী নিজে থাকেন সেখানে। সোমবার ১ সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই বৈঠক ছিল। শহরের বিভিন্ন প্রান্তের পুজো কমিটিগুলি সেখানে হাজির হয়। এই বৈঠকের আবহেই যেন বেজে উঠল পুজোর বাদ্যি। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে এসেও থিমের ঝলক বারোয়ারির। এদিন পূর্বাচল শক্তি সংঘ ও প্রগতি সংঘের উপস্থিতি ছিল একটু অন্যরকম।

‘দিদিই দুর্গা’ পোস্টার হাতে আর দশহাত দুর্গার সাজে বহুরূপীকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির হয় পূর্বাচল শক্তি সংঘ। অন্যদিকে ‘মায়ের বিশ্বজনীন প্রগতি তোমারই অবদান দিদি’, এই লেখা বুকে ঝুলিয়ে উপস্থিত হন কুঁদঘাট পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘের সদস্যরা। এই চমক দেখে আবার কোনও কোনও পুজো কমিটিকে বলতে শোনা গেল, ‘অনুদান বাড়বে বোধহয়। তা ঘোষণার আগেই দিদির জয়গান মুখে।’

বৈঠকে সত্যিই তেমনটাই হল। গতবারের তুলনায় পুজো কমিটিগুলির আর্থিক অনুদান ১০ হাজার টাকা বাড়ল। দারুণ খুশি পুজো উদ্যোক্তারা। রাজ্যে মোট ৪০ হাজার ৯২টি পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন নেতাজি ইনডোরের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, “ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করে দেবেন, আমি আশা করি। তাই এবার আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করে দিলাম।” আর্থিক অনুদান বৃদ্ধির পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গত বছর পুজো কমিটিগুলি বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় পেয়েছিল, এবার তা ৬০ শতাংশ করা হল। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে কলকাতার দুর্গাপুজো। তাই ‘উপহার’ পুজো কমিটিগুলিকে।

প্রগতি সংঘের কর্মকর্তা পীযূষ সাহা এদিন বলেন, “সর্বজনীন থেকে দুর্গাপুজোকে বিশ্বজনীন করার পিছনে মুখ্যমন্ত্রীর অবদান অনস্বীকার্য। তাই আমাদের পুজোর সঙ্গে মিলিয়ে আমরা এই ব্যানার তৈরি করেছিলাম মিটিংয়ের জন্য। পুজোর প্রগতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান।” অন্যদিকে পূর্বাচল শক্তি সংঘের কর্মকর্তা নীলাঞ্জন সরকারের কথায়,” দিদি দুর্গা বলে আমরা বোঝাতে চেয়েছি পুজোর জন্য তো বটেই, অন্যান্য ক্ষেত্রেও তিনিই আমাদের চালিকাশক্তি।”

Next Article