Bakibur Rahaman: ‘বাকিবুর তো আমাদের সঙ্গে মিটিং করত’, কারণও জানালেন খাদ্যমন্ত্রী রথীন

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Oct 30, 2023 | 10:11 PM

Bakibur Rahaman: প্রভাবশালী ব্যবসায়ী তথা চালকল, আটাকলের মালিক বাকিবুর রহমানও গ্রেফতার হয়েছে। সেই বাকিবুরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর একাধিক যোগসূত্র পাওয়া গিয়েছে বলে দাবি ইডি সূত্রের। আর বর্তমান খাদ্যমন্ত্রী? তিনি কি চিনতেন বাকিবুরকে?

Bakibur Rahaman: বাকিবুর তো আমাদের সঙ্গে মিটিং করত, কারণও জানালেন খাদ্যমন্ত্রী রথীন
কী বললেন রথীন?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যে রেশন দুর্নীতির অভিযোগে জোরকদমে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রভাবশালী ব্যবসায়ী তথা চালকল, আটাকলের মালিক বাকিবুর রহমানও গ্রেফতার হয়েছে। সেই বাকিবুরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর একাধিক যোগসূত্র পাওয়া গিয়েছে বলে দাবি ইডি সূত্রের। আর বর্তমান খাদ্যমন্ত্রী? তিনি কি চিনতেন বাকিবুরকে? সোমবার সাংবাদিকদের প্রশ্নে সোজাসাপ্টা জবাব দিলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কী বললেন তিনি?

বাকিবুর সম্পর্ক প্রশ্ন করতেই রথীন ঘোষের বক্তব্য, “আমি তো খাদ্যমন্ত্রী। বাকিবুররা রাইস মিলার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। ও তো আমাদের সঙ্গে মিটিং করত। যখন আমরা খাদ্যশস্য় প্রকিওরমেন্ট করি, আমরা রাইস মিল অ্যাসোসিয়েশন ডাকি। সেই সুবাদে এখানে দেখা-সাক্ষাৎ। কিন্তু ব্যক্তিগতভাবে ওই সখ্যতা আমার সঙ্গে কারও নেই। আমি এই ধরনের সখ্যতা একটু কমই রাখি।”

উল্লেখ্য, রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রেশন দুর্নীতি মামলায়। ইডি সূত্র মারফত, বনমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাকিবুরের একাধিক যোগসূত্রের তত্ত্ব উঠে আসতে শুরু করেছে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক আগেই দাবি করেছেন, তিনি বাকিবুরকে চেনেনই না। কোনওদিন দেখেননি বাকিবুরকে। গ্রেফতারির পরও, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছিলেন তিনি। তবে বিরোধীরা নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে রাজ্যের শাসক শিবিরকে।

আর এসবের মধ্যেই রাজ্যের খাদ্য দফতরের স্বচ্ছ্ব ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া বর্তমান খাদ্যমন্ত্রী। ২০২১ সাল থেকে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে আসার পর রেশন থেকে শুরু করে দফতরের সামগ্রিক ব্যবস্থাপনায় কী কী সংস্কার নিয়ে আসা হয়েছে, সেটাও বুঝিয়ে দিলেন মন্ত্রী রথীন ঘোষ।

Next Article