Partha Chatterjee: জামিন পাওয়ার দিনই ভর্তি হতে হয়েছে SSKM-এ, কেমন আছেন পার্থ?

Sourav Dutta | Edited By: সঞ্জয় পাইকার

Jan 21, 2025 | 7:41 PM

Partha Chatterjee: গতকাল ইডির মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টা পরই এসএসকেএম-এ আনা হয় পার্থকে। কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। এদিন হাসপাতালের তরফে পার্থর শারীরিক অবস্থার আপডেট দেওয়া হয়।

Partha Chatterjee: জামিন পাওয়ার দিনই ভর্তি হতে হয়েছে SSKM-এ, কেমন আছেন পার্থ?
পার্থ চট্টোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সোমবার জামিন পেয়েছেন তিনি। আর গতকালই শ্বাসকষ্টজনিত সমস্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এখন কেমন আছেন প্রাক্তন মন্ত্রী? তাঁর শারীরিক অবস্থার আপডেট দিল এসএসকেএম হাসপাতাল।

২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ইডি। তারপর থেকে জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। গত বছরের ১৩ ডিসেম্বর ইডির মামলায় ২০২৫ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চার্জ গঠন ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হওয়ায় গতকাল নিম্ন আদালত ইডির মামলায় পার্থর জামিন মঞ্জুর করেন। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন না পাওয়ায় জেলেই থাকতে হবে প্রাক্তন মন্ত্রী।

গতকাল ইডির মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টা পরই এসএসকেএম-এ আনা হয় পার্থকে। কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। এদিন হাসপাতালের তরফে পার্থর শারীরিক অবস্থার আপডেট দেওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে আনার পর ইসিজি, ইকোকার্ডিওগ্রাম করা হয়। প্রাথমিকভাবে অক্সিজেন দিতে হলেও এখন ভাল আছেন প্রাক্তন মন্ত্রী। বাইরে থেকে অক্সিজেন ছাড়াই দেহে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক।

এই খবরটিও পড়ুন

 

Next Article