Monkeypox: ব়্যাশের কারণ বোঝা না গেলে কী করণীয়, মাঙ্কি পক্স নিয়ে নির্দেশিকা জারি রাজ্যের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

May 27, 2022 | 2:31 PM

Monkeypox Virus: মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব ঘটেছে, এমন কোন‌ও দেশে গত ২১ দিনের মধ্যে উপসর্গযুক্ত কোনও ব্যক্তি গিয়ে থাকলে সে ক্ষেত্রে সতর্ক হতে হবে। আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে উপসর্গযুক্ত ব্যক্তি সংস্পর্শে এসেছিলেন কি না তাও দেখতে বলা হয়েছে।

Monkeypox: ব়্যাশের কারণ বোঝা না গেলে কী করণীয়, মাঙ্কি পক্স নিয়ে নির্দেশিকা জারি রাজ্যের
মাঙ্কিপক্স নিয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা

Follow Us

কলকাতা : করোনা পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক। নতুন কিছু ভ্যারিয়েন্টের সন্ধান মিললেও, দেশের করোনা গ্রাফে তার ব্যাপক কোনও প্রতিফলন নেই। কিন্তু তারপরও স্বস্তি মিলছে না। এখন আবার নতুন করে ভয় ধরাচ্ছে মাঙ্কি পক্স (Monkeypox Virus)। বেশ কিছু দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মাক্সি পক্স। আর তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে এবার জারি করা হয়েছে নির্দেশিকা। রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজ, জেলা স্বাস্থ্য দফতরকে মাঙ্কি পক্সের ভাইরাস মোকাবিলায় কী কী করণীয়, তা স্থির করে দিয়েছে স্বাস্থ্য ভবন। কোন‌ও রোগীর গায়ে ব়্যাশ কী কারণে বার হয়েছে তা বোঝা না গেলে, সেক্ষেত্রে চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব ঘটেছে, এমন কোন‌ও দেশে গত ২১ দিনের মধ্যে উপসর্গযুক্ত কোনও ব্যক্তি গিয়ে থাকলে সে ক্ষেত্রে সতর্ক হতে হবে। আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে উপসর্গযুক্ত ব্যক্তি সংস্পর্শে এসেছিলেন কি না তাও দেখতে বলা হয়েছে।

এরকম কোনও ব্যক্তির খোঁজ মিললে স্টেট সার্ভেল্যান্স অফিসারকে জানাতে বলা হয়েছে। দ্রুত সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠাতে হবে। সন্দেহভাজন ওই ব্যক্তির নমুনা পজিটিভ হলে ২১ দিনের মধ্যে আক্রান্ত ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন তা দেখতে হবে। যদিও ভারতে এখনও পর্যন্ত মাক্সি পক্সে কোনও ব্যক্তি আক্রান্ত হওয়ার খোঁজ মেলেনি। কিন্তু যেভাবে সাম্প্রতিককালে একের পর এক দেশে মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব দেখা গিয়েছে, তাতে কোনওরকম ঝুঁকি রাখতে চাইছে না স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২০ টিরও বেশি দেশে মাঙ্কি পক্সের সংক্রমণ ঘটেছে। গোটা বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ২০০ জনের শরীরে মাঙ্কি পক্সের সংক্রমণের সন্ধান মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছেন, সন্দেহভাজন পর্যায়ে রয়েছেন আরও শতাধিক মানুষ।

Next Article