কলকাতা: বোর্ড সভাপতির পদ থেকে বিদায় নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা এখনও না জানা গেলেও, জোর জল্পনা ছড়িয়েছে সৌরভের জায়গায় বিসিসিআই প্রেসিডেন্টের (BCCI President) পদ সামলাবেন আর এক ক্রিকেট কিংবদন্তী রজার বিনি। এই নিয়ে বঙ্গ রাজনীতির মহলে জোর চর্চা চলছে। আর এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) বিশেষ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। পুজোর কার্নিভালে অনবদ্য অনুষ্ঠানের জন্য দেওয়া হবে বিশেষ সম্মান।
বুধবার দুপুরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই আলাপচারিতার সময়েই মুখ্যমন্ত্রী জানান সৌরভ-জায়াকে এই বিশেষ সম্মান দেওয়ার সিদ্ধান্তের কথা। সদ্য কলকাতার রেড রোডে যে পুজোর কার্নিভাল হয়েছে, সেখানে ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নাচের গ্রুপ যে পারফরম্যান্স করেছে, সেই অবদানের জন্য এই সম্মান দেওয়া হবে বলে জানা গিয়েছে।
রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের একাংশের মতে, ডোনা গঙ্গোপাধ্যায়কে এই সম্মান দেওয়ার পিছনে আলাদা করে কোনও অর্থ থাকার কথা নয়। সৌরভের স্ত্রী অত্যন্ত প্রতিষ্ঠিত একজন ওডিসি নৃত্যশিল্পী। সেই হিসেবে তাঁকে সম্মান দেওয়াই যেতে পারে। কিন্তু যে সময়ে ডোনা গঙ্গোপাধ্যায়কে এই সম্মান দিচ্ছে রাজ্য সরকার, তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে বিদায় নেওয়ার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়। বঙ্গ রাজনীতির অন্দরমহলে জোর চর্চা চলছে, তিনি রাজনীতির শিকার কি না, সেই বিষয়ে। অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেহালায় সৌরভের বাড়িতে এসে নৈশভোজ করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপির অন্যান্য নেতারাও। এমনকী সৌরভ বিজেপিতে যোগ দিতে পারেন, এমন গুঞ্জনও ছড়িয়েছিল অতীতে। কিন্তু এখনও সৌরভ সেই দিকে পা বাড়াননি। আর এমনই এক পরিস্থিতিতে সৌরভকে বোর্ড সভাপতির পদ থেকে সরানোয় রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে। বিজেপি নেতারা অনেকে আবার এর পাল্টা যুক্তিও দিতে শুরু করেছেন। এমন সময়ে ডোনা গঙ্গোপাধ্যায়কে রাজ্য সরকারের বিশেষ সম্মান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।