SKOCH Award: শিক্ষার পর এবার শিল্পেও, একসঙ্গে জোড়া ‘স্কচ অ্যাওয়ার্ড’ রাজ্যের ঝুলিতে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 01, 2022 | 5:29 PM

West Bengal Government: সম্প্রতি শিক্ষা ক্ষেত্রে যে স্কচ পুরস্কারটি রাজ্য পেয়েছে, সেটিও ১৮ জুন রাজ্যের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে দিল্লি থেকে। ওই একই দিনে শিল্প ক্ষেত্রে এই বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হবে রাজ্যকে।

SKOCH Award: শিক্ষার পর এবার শিল্পেও, একসঙ্গে জোড়া স্কচ অ্যাওয়ার্ড রাজ্যের ঝুলিতে
ফের 'স্কচ অ্যাওয়ার্ড' পেল রাজ্য

Follow Us

কলকাতা : ফের বড় স্বীকৃতি রাজ্য। ইজ় অফ ডুয়িং বিজ়নেস (Ease of doing business) ক্যাটেগরিতে দেশের মধ্যে সেরার স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। শিল্প ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্কচ-এর ‘স্টার অব গভর্নেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হবে রাজ্যকে। আগামী ১৮ জুন দিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যের হাতে। মূলত অনলাইন সার্ভিস শুরু করা, শিল্পের ক্ষেত্রে ৫০০ টি নতুন নীতি তৈরি করা সহ একাধিক ক্ষেত্রে সাফল্যের জন্য পশ্চিমবঙ্গকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। রাজ্যের এই স্বীকৃতির কথা নিজেই টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, “প্রায় ১০০ টি অনলাইন পরিষেবা, প্রায় ৫০০ টি শিল্প সংক্রান্ত সমস্যা দূরীকরণ নীতি সহ আরও অন্যান্য কাজের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে রাজ্যকে।”

উল্লেখ্য, এর আগে সম্প্রতি শিক্ষা ক্ষেত্রেও অসামান্য অবদানের জন্য স্কচ পুরস্কার পেয়েছিল রাজ্য। শিক্ষার পর এবার সেই তালিকায় যুক্ত হল শিল্প ক্ষেত্রে রাজ্যের অবদানও। এই স্কচ সংস্থাটি বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের জন্য পুরস্কার দিয়ে থাকে। অতীতেও এই স্কচ সম্মান পেয়েছিল বাংলা। সম্প্রতি শিক্ষা ক্ষেত্রে যে স্কচ পুরস্কারটি রাজ্য পেয়েছে, সেটিও ১৮ জুন রাজ্যের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে দিল্লি থেকে। ওই একই দিনে শিল্প ক্ষেত্রে এই বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হবে রাজ্যকে। অর্থাৎ, ১৮ জুন রাজ্যের ঝুলিতে জোড়া স্কচ অ্যাওয়ার্ড আসতে চলেছে।

সাম্প্রতিককালে, রাজ্য সরকারের থেকে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে অনলাইন পরিষেবা চালুর উদ্দেশে। এই অনলাইন ব্যবস্থাগুলির মাধ্যমে নাগরিক পরিষেবা অনেক সহজ হয়েছে। বিভিন্ন সরকারি দফতরগুলির কাজ, যেগুলি আগে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট অফিসে গিয়ে করাতে হত, সেগুলি এখন বাড়ি বসেই করা যায় অনলাইনে। সম্প্রতি জন্ম-মৃত্যু পোর্টালও চালু করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এই পুরস্কার প্রাপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Next Article