কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election 2023) মনোনয়ন পর্বের শুরুর দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত গোলমালের অভিযোগ। মনোনয়ন ঘিরে প্রথম দিনেই অব্যবস্থার অভিযোগ উঠেছে। এছাড়া বিরোধীদের মনোনয়নে বাধার অভিযোগ তো আছেই। এসবের মধ্যেই আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল। আর এরপরই রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) রাজীব সিনহাকে রাজভবনে তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। এদিন দুপুর ১ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তাঁর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল স্পষ্ট করে দেন, পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম গন্ডগোল বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তির অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। ডোমজুড়, খড়গ্রাম-সহ একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে জেলাশাসকদের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কেন প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছে না বলে অভিযোগ করছে, তা জানতে চেয়েছে কমিশন। আর এসবের মধ্যেই এবার রাজ্যপাল স্বয়ং বিশদে জানতে ডেকে পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। জানা যাচ্ছে, যে অভিযোগগুলি উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সেই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ করছে, সেই বিষয়ে রাজীব সিনহার থেকে খোঁজখবর নেন রাজ্যপাল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত ফোর্স রয়েছে কি না, সেই বিষয়ে জানতে চান আনন্দ বোস। এমনকী, কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন করেন। জানা গিয়েছে, রাজ্যপালকে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতে মামলা বিচারাধীন। তাঁরা আপাতত আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। প্রায় ৪৫ মিনিট রাজভবনে ছিলেন রাজীব সিনহা। আড়াইটে নাগাদ গাড়িতে চেপে রাজভবন থেকে বেরিয়ে যান তিনি।
এদিকে গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালকে চিঠি লিখেছেন খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগের বিষয়ে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে, পঞ্চায়েত ভোটে যাতে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়, সেই নিয়েও রাজ্যপালকে আর্জি জানিয়েছেন অধীর।
বৈঠকের পর রাজ্যপাল বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম গন্ডগোল বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের কথা জানিয়েছি। কোনও অশান্তি বরদাস্ত করা হবে না।’