কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত মুখ পুড়ছে রাজ্যের শাসক দলের। অস্বস্তি ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ফের একবার রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনখড়। সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈনও। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে বৈঠক হয় তাঁদের। রাজ্যপাল বৈঠকের পর এক টুইটে লিখেছেন, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। এর পাশাপাশি সোমবারের বৈঠকে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার উপরেও জোর দিয়েছেন রাজ্যপাল। সাম্প্রতিককালে রাজ্যে শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে যে একাধিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে, ঠিক এমন এক পরিস্থিতিতে রাজভবনে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, চলতি মাসে এর আগেও একবার রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রীকে। সেই সময়েও শিক্ষা সংক্রান্ত বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল তাঁদের। সেই বৈঠকের পর দশ দিনের মাথায় ফের একবার রাজভবনে ব্রাত্য বসু। এবার তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষাসচিবও। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে টানাপোড়েনের মধ্যেই বর্তমান শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই বৈঠক ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যপাল টুইটে কেবল জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার উপর জোর দিয়েছেন তিনি। তবে ঠিক কোন কোনও ইস্যু নিয়ে সপ্তাহের প্রথম দিনে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রাজ্যপালও তাঁর টুইটে এই বিষয়ে খোলসা করে কিছু জানাননি।
During over two hour meeting with Guv Shri Jagdeep Dhankhar, issues connected with education were traversed by Shri @basu_bratya, MIC @wbchseofficial & Shri Manish Jain, Principal Secretary, Dept of Education.Guv emphasized adherence to transparency enforcement of accountability. pic.twitter.com/x1Rry7zyom
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 23, 2022
শুধু এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ঘটনা নয়, এর পাশাপাশি আরও একাধিক ইস্যু বিগত কয়েকদিনে উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হল অফলাইনে পরীক্ষা দিতে পড়ুয়াদের অনীহা। বিগত কয়েকদিনে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বার বার ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলিয়ার ক্যাম্পাসে পুলিশ পর্যন্ত ঢুকেছিল। সেই সব বিষয়গুলি নিয়েও সোমবারের বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।