JEE result: একমাসের মধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ, দিন ঘোষণা ব্রাত্যর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 24, 2023 | 12:44 AM

JEE result: শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছর ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

JEE result: একমাসের মধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ, দিন ঘোষণা ব্রাত্যর
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা : মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে। বুধবারই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। এরই মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশের দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার টুইটে তিনি জানিয়েছেন, আগামী শুক্রবার অর্থাৎ ২৬ মে তারিখে প্রকাশ হবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। মূলত উচ্চমাধ্যমিক পরীক্ষার পর কোন পথে এগোবেন পড়ুয়ারা, তা নির্ণয় করে এই পরীক্ষা। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা হিসেবে গন্য হয় জয়েন্ট এন্ট্রান্স। তাই এই ফলাফল বহু পড়ুয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছর ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

জানা গিয়েছে, শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীর। বিকেল ৪ টের সময় থেকে ডাউনলোড করা যাবে এই ফলাফল। WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট হল- wbjeeb.nic.in, সেখানেই ফলাফল জানা যাবে বলে জানা গিয়েছে। ৩০ এপ্রিল পরীক্ষা হয়েছিল। একমাসেরও কম সময়ের মধ্যে ফল প্রকাশিত হতে চলেছে।

অন্যদিক, বুধবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। সংসদের সভাপতি বুধবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। তবে ফলাফল জানার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে বা এসএমএসের মাধ্যমেই ফলাফল জানা যাবে। তার ঠিক দু দিন পরই জয়েন্ট এন্ট্রান্স ফল প্রকাশ হবে। সে ক্ষেত্রে আগামিদিনে কী নিয়ে পড়াশোনা করবে, সেই দ্বন্দ্ব কেটে যাবে পড়ুয়াদের একটা বড় অংশের।

Next Article