Anubrata Mondal: অনুব্রতর ‘সু-কন্যা’ই দেখতেন আর্থিক লেনদেন, কোঠারির বয়ানকে হাতিয়ার করে ইডির চার্জশিট

ED: ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে, 'নীড় ডেভেলপার্স', 'এএনএম অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানি'র ডিরেক্টর সুকন্যা মণ্ডল। এছাড়াও 'ভোলে ব্যোম রাইস মিল', 'শিবশম্ভু রাইস মিল' বিভিন্ন সংস্থায় সরাসরি যুক্ত সুকন্যা মণ্ডল।

Anubrata Mondal: অনুব্রতর 'সু-কন্যা'ই দেখতেন আর্থিক লেনদেন, কোঠারির বয়ানকে হাতিয়ার করে ইডির চার্জশিট
মেয়ে সুকন্যার সঙ্গে অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 3:51 PM

কলকাতা: ইডির (ED) চার্জশিটে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষক মনীশ কোঠারির বয়ান উল্লেখ করে ইডি তার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে সুকন্যা প্রসঙ্গে। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, সেহগল হোসেনের সঙ্গে তিহাড় জেলই ঠিকানা মনীশ কোঠারিরও। ইডি দফায় দফায় জেরা করেছে তাঁকে। রেকর্ড করা হয়েছে বয়ানও। সূত্রের খবর, মনীশ তার বয়ানে জানিয়েছেন, আর্থিক লেনদেন দেখভাল করতে সুকন্যা। ইডি তার চার্জশিটে এর উল্লেখ করেছে।

ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে, ‘নীড় ডেভেলপার্স’, ‘এএনএম অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানি’র ডিরেক্টর সুকন্যা মণ্ডল। এছাড়াও ‘ভোলে ব্যোম রাইস মিল’, ‘শিবশম্ভু রাইস মিল’ বিভিন্ন সংস্থায় সরাসরি যুক্ত সুকন্যা মণ্ডল। প্রতিদিনের আর্থিক হিসাবনিকাশ থেকে শুরু করে ব্যবসার সমস্তটাই সুকন্যা দেখভাল করতেন সুকন্যা মণ্ডল। তাঁর নির্দেশেই আয়কর রিটার্ন ও আয়কর সংক্রান্ত কাগজপত্র ফাইল করতেন মনীশ। সার্বিকভাবে মনীশের যা দাবি, সুকন্যা মণ্ডলই এই ব্যবসার দেখভাল করতেন।

যদিও সুকন্যা মণ্ডল যখন ইডি তাঁর আয়ের উৎস সম্পর্কে জানতে চায়, তিনি জানিয়েছিলেন কিছুই জানেন না তিনি। সবটা বাবা জানেন। আবার অনুব্রতকে যখন জেরা করা হয়েছিল, বলেছিলেন ব্যবসায়িক সবটাই দেখেন মনীশ কোঠারি। ‘মনীশ কোঠারি ক্যান এক্সপ্লেন’, বলা হয়েছিল বয়ানে। সুকন্যার বিরুদ্ধে PMLA যে অভিযোগ, সেখানে মনীশের বক্তব্য আলাদা গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। একাধিক সম্পত্তি রয়েছে সুকন্যার নামে। সুকন্যার সই রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তিনি শিক্ষিতা। প্রাথমিক স্কুলের শিক্ষিকা। না জেনেবুঝে সই তিনি করবেন, এমনটা মনে করছে না ইডি।

এ বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “যতরকম দুর্নীতি সম্ভব তৃণমূল তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে সেগুলি নিয়ে এসেছে। যেখানে যেখানে টাকা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সর্বত্র থাবা বসিয়েছে। আমরা মনে করি আরও এগুলো পাওয়া যাবে।”