Recruitment Scam: পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর বাড়ি থেকে দিলীপ ঘোষের নামে একটি দলিল উদ্ধার

Prasanna Roy: গত ২৬ অগস্ট নিউটাউন থেকে সিবিআই গ্রেফতার করে প্রসন্নকুমার রায়কে।

Recruitment Scam: পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর বাড়ি থেকে দিলীপ ঘোষের নামে একটি দলিল উদ্ধার
প্রসন্ন রায়।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 10:02 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রসন্ন রায়ের বাড়িতে মিলল সম্পত্তির দলিল। সেই দলিলে নাম রয়েছে দিলীপ কুমার ঘোষ নামে জনৈক ব্যক্তির। ইতিমধ্যেই টিভি নাইন বাংলার হাতে এসেছে সিজার লিস্ট। সেই সিজার লিস্টের ৮ নম্বরে রয়েছে দলিলের উল্লেখ। ৬০ পাতার সম্পত্তির দলিল নিয়ে খোঁজ খবর শুরু করেছে সিবিআই (CBI)। কিন্তু কে এই দিলীপ ঘোষ, তা এখনও স্পষ্ট নয়।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় সেখান থেকে একটি দলিল উদ্ধার করে সিবিআইয়ের তদন্তকারীরা। সেই দলিলে অর্থাৎ সার্চ লিস্টের ৮ নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে এস মজুমদার নামে এক ব্যক্তির সঙ্গে দিলীপ কুমার ঘোষের জমি কেনা সংক্রান্ত একটি দলিল রয়েছে। ৬০ পাতার দলিল সেটি। এখনও পর্যন্ত সিবিআইয়ের তদন্তকারীরা এই দিলীপ ঘোষ সংক্রান্ত বিস্তারিত জানাননি।

গত ২৬ অগস্ট নিউটাউন থেকে সিবিআই গ্রেফতার করে প্রসন্নকুমার রায়কে। এক সময় রং মিস্ত্রি ছিলেন তিনি। সেই প্রসন্নর ভাগ্য কীভাবে প্রসন্ন হয়েছিল, তা জানতে এখনও মরিয়া সিবিআই। বর্তমানে প্রসন্নর বাড়ি দেখে চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। টাকাপয়সা, জমি, ফ্ল্যাট, বিলাসবহুল রিসর্ট, মাছের ভেরি, কী নেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত প্রসন্নর মালিকানায়। একসময় নারকেলডাঙায় টালির চালের বাড়ি ছিল তাঁর। নিম্নবিত্ত পরিবার। অভিযোগ, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয়ের পরই ভাগ্য খোলে তাঁর। ৭-৮ বছরের মধ্যেই ধনকুবের হয়ে ওঠেন তিনি।

রাজারহাটের ধারসায় তাঁর অন্তত ১০ কাঠার জমির উপর বাগানবাড়ি বলে সিবিআই সূত্রে খবর।  চকপাঁচুরিয়াায় আড়াই একর জমিও তাঁর নামে আছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে মোট ১৩৮টি জমি প্রসন্নর নামে রেজিস্ট্রি হয়। পাঁচ বছরে ১ হাজার ৩৪ কাঠা জমিতে ২০০ কোটির বিনিয়োগেও তিনি যুক্ত বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। রাজস্ব বিভাগে প্রসন্নর নামে নথিভুক্ত হওয়া ১০৯টি ডিডের মধ্যে ১০৩টি শুধু জমিরই ডিড বলে সূত্রের খবর।