SLST-SSC: চাকরির ‘খরা’ কাটাতে ধর্মতলায় হোমযজ্ঞ, ‘এবার অন্তত এসএসসি বিজ্ঞপ্তিটা দিক’

Soma Das | Edited By: সায়নী জোয়ারদার

Feb 20, 2023 | 3:04 PM

Dharmatala: ২০২২ সালের ৫ মে কমিশনের ওয়েবসাইটে একটি নোটিস দেওয়া হয়েছিল। চাকরিপ্রার্থীদের দাবি, সেখানে বলা হয়, নতুন নোটিফিকেশন দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে।

SLST-SSC: চাকরির খরা কাটাতে ধর্মতলায় হোমযজ্ঞ, এবার অন্তত এসএসসি বিজ্ঞপ্তিটা দিক
এসএলএসটির বিজ্ঞপ্তির দাবিতে যজ্ঞ।

Follow Us

কলকাতা: ধর্মতলার ধরনাতলায় নতুন আন্দোলন-অবস্থান। আন্দোলনে এসএলএসটি চাকরিপ্রার্থীরা। দীর্ঘ সাত বছর ধরে এসএসসি পরীক্ষা হচ্ছে না। এসএসসি (SLST-SSC) পরীক্ষার বিজ্ঞপ্তির দাবিতে মহাযজ্ঞের আয়োজন করা হয় এদিন। সোমবার সকাল থেকে এই হোমযজ্ঞ শুরু করেন চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য, সাত বছরে একবারের জন্যও সরকার এসএসসি পরীক্ষা নিতে পারল না। একইসঙ্গে তাঁদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে এ রাজ্যে প্রতি খাতে দুর্নীতি হয়েছে। একে একে পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে। সিবিআই, ইডির জালে এক একজন মাথা। কোটি কোটি টাকার খেলায় শিক্ষিত, প্রকৃত মেধার অধিকারীরা পথে বসছেন বলেও অভিযোগ তাঁদের। আন্দোলনকারীরা জানান, বিএডও পাশ করেছেন তাঁরা। অথচ তাঁদের নিয়োগ নিয়ে কোনও বিজ্ঞপ্তি নেই। ২০২২ সালের ৫ মে কমিশনের ওয়েবসাইটে একটি নোটিস দেওয়া হয়েছিল। চাকরিপ্রার্থীদের দাবি, সেখানে বলা হয়, নতুন নোটিফিকেশন দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। তারপরও বিজ্ঞপ্তি জারি হয়নি। দ্রুত এই বিজ্ঞপ্তির দাবিতে এবার ময়দানে তাঁরা।

এক আন্দোলনকারীর কথায়, “সাত বছর হয়ে গেল কোনও এসএসসি পরীক্ষা হয় না। ২০১৬ সালের ডিসেম্বর মাসে শেষবার এসএসসি হয়েছিল। এরপর আজ অবধি পরীক্ষা নিতে পারল না সরকার। অবিলম্বে যাতে পরীক্ষা নেওয়া হয় তাই আজ আমরা এই মহাযজ্ঞ করছি। ঈশ্বরের কাছে আমাদের আবেদন দ্রুত যেন গেজেট নোটিফিকেশন দিয়ে পরীক্ষা হয়। ফেব্রুয়ারির মধ্যে যেন বিজ্ঞপ্তি জারি হয়, তাই এই মহাযজ্ঞ।”

একইসঙ্গে আন্দোলনকারীরা জানান, নতুন করে নিয়োগের পাশাপাশি আসন সংখ্যার বিষয়টিও যেন দেখা হয়। বর্তমানে এ রাজ্যে ১ লক্ষেরও বেশি আসন আছে বলে দাবি তাঁদের। অভিযোগ, সরকার বলছে মাত্র ২০ হাজার মতো আসন আছে নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে। তাঁদের দাবি, আদালতের নির্দেশেই এখানে তাঁরা বসেছেন বলে জানান।

Next Article