কলকাতা: শহরে অনলাইন জুয়ার রমরমা নিয়ে প্রায়শই অভিযোগ ওঠে। লুকিয়ে চুরিয়ে সেসব খেলা চলে গোপনে। ফের এরকমই এক জুয়ার আসরের খোঁজ পেল লালবাজার। গোপন সূত্রে হানা দিয়ে একটি ফ্ল্যাট থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হরিদেবপুরের ব্যানার্জি পাড়া রোডে হানা দেয় পুলিশ। সেখানকার একটি ফ্ল্যাটে হানা দেয় তারা। অভিযোগ, ওই ফ্ল্যাটের একতলার ঘরে অনলাইন জুয়ার ঠেক চলছিল। হাতেনাতে তা ধরে ফেলে পুলিশ। দরজায় ঠেলা পড়তেই সেখানে উপস্থিত সকলেই পালানোর চেষ্টা করে। তবে শেষ রক্ষা হয়নি।
কলকাতায় প্রায় প্রায়ই অনলাইন জুয়া, সাট্টার আসর উৎখাত করে পুলিশ। হরিদেবপুরের ওই ফ্ল্যাটটিতে অনলাইন জুয়ার আসর বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এসেছিল। তারই ভিত্তিতে এই হানা। এই ধরনের জুয়ার ক্ষেত্রে অভিযোগ ওঠে, বহু মানুষকে অনলাইন জুয়া খেলার মাধ্যমে সর্বস্বান্ত করা হয়। কম টাকা দিয়ে বেশি টাকা পাইয়ে দেওয়ার নাম করে এই জুয়াচুরির আসর চলে বলে অভিযোগ।
হরিদেবপুরের ঘটনায় ইতিমধ্যে ছ’জনকে লালবাজারের টিম গ্রেফতার করেছে। ধৃতদের নাম তিলক মৈত্র, নতুন ভৌমিক, গৌতম হালদার, রবি চক্রবর্তী। নাম রয়েছে কৌশিক ও রনজয় নামে দু’জনের। শুক্রবার বিকেলে এই গ্রেফতারি হয়। ধৃতদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, দু’টি ক্যালকুলেটর এবং ৩৭ হাজার ৩৯০ টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের শনিবার আলিপুর আদালতে তোলা হবে।
উৎসবের মরসুমে অনলাইন লটারি ও বেআইনি জুয়ার ঠেকের রমরমা দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে সেখানে মাদক কারবারি এবং পাচারকারীরা টাকা খাটায় বলে তদন্তে উঠে আসে। শুধু উৎসব কেন বড় খেলা থাকলে তার আগেও এই ধরনের অনলাইন জুয়ার বাড়বাড়ন্ত দেখা যায়। রবিবার দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ। তার আগে শহরে কোনও জুয়ার চক্র তৎপর কি না সেদিকেও সতর্ক পুলিশ।