Cash Recover: শহরে ফের টাকার পাহাড়ের খোঁজ, লক্ষ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার ৯

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 03, 2023 | 5:55 AM

Kolkata: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার অভিযান চালায় এসটিএফ ও গুন্ডা দমন শাখা।

Cash Recover: শহরে ফের টাকার পাহাড়ের খোঁজ, লক্ষ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার ৯
ফের শহরে টাকা উদ্ধার।

Follow Us

কলকাতা: ফের শহরে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার (Money Recover)। সোমবার কলকাতার বড়বাজার এলাকা থেকে এসটিএফ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ৫৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতারও করেছে গোয়েন্দারা। এই বিপুল পরিমাণের টাকার সঙ্গে হাওয়ালার যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে তদন্তকারীরা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রবীন্দ্র সরণি ও এমজি রোডে তল্লাশি চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার করে। কোথা থেকে এই বিপুল পরিমাণের টাকা এল তার হিসাব দেখাতে পারেননি ধৃতরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কত কয়েকদিন ধরেই তাদের কাছে খবর ছিল হাওয়ালার বিপুল টাকা শহরে ঢুকেছে। পুলিশও প্রস্তুতি নিচ্ছিল অভিযানের। এরপরই সোমবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ও এসটিএফের যৌথ অভিযানে আসে সাফল্য।

সূত্রের খবর, এমজি রোড এলাকা থেকে প্রথমে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকেও বিপুল টাকা পাওয়া যায়। তদন্তকারীদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়। এরপরই জেরায় জেরায় রবীন্দ্র সরণির একটি অফিসের খোঁজ পান তদন্তকারীরা। সেখানে অভিযান চালিয়েও ১৫ লক্ষ টাকার উপরে উদ্ধার করে বলে সূত্রের দাবি। এরপরই সেখান থেকেও জনা পাঁচেক গ্রেফতার হন। তাঁরাও এই বিপুল টাকার উৎস সম্পর্কে জবাব দিতে পারেননি। এরপর আরও কয়েক জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি নগদ উদ্ধার করে তদন্তকারীরা। গ্রেফতার করা হয় ৯ জনকে।

গত বছরই প্রথম একসঙ্গে এত নগদ উদ্ধার দেখেছিল শহরবাসী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেয় ইডি। জুলাই মাসের ঘটনা। ২২ জুলাই অর্পিতার টলিগঞ্জের ডায়মন্ড সিটি ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয় বলে জানিয়েছিল ইডি। ফের ২৭ জুলাই বেলঘরিয়ার বহুতল আবাসন ‘ক্লাব টাউন হাইটস’-এও অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। ইডি সূত্রে খবর, বেলঘরিয়ার ৮-এ ফ্ল্যাটটির শোওয়ার ঘর এবং শৌচালয় থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়।

Next Article