Suvendu Adhikari: বগটুইয়ের ক্ষতিপূরণে মিডডে মিলের টাকা, বিস্ফোরক টুইট শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 28, 2023 | 12:16 PM

Midday Meal: একইসঙ্গে শুভেন্দু অভিযোগ করেছেন, ত্রাণ তহবিলে টাকা নেই রাজ্যের। অথচ কম্বল বিতরণ হচ্ছে মিডডে মিলের টাকায়।

Suvendu Adhikari: বগটুইয়ের ক্ষতিপূরণে মিডডে মিলের টাকা, বিস্ফোরক টুইট শুভেন্দুর
মিডডে মিল নিয়ে টুইট শুভেন্দু অধিকারীর।

Follow Us

কলকাতা: মিডডে মিলের বরাদ্দ টাকা খরচ নিয়ে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। টুইটারে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বগটুইয়ে ক্ষতিপূরণ হিসাবে রাজ্য সরকারের দেওয়া টাকা আসলে মিডডে মিলের টাকা। শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রের বরাদ্দ করা মিডডে মিলের টাকা বগটুইয়ে দিয়েছে রাজ্য সরকার। এই টুইটে তিনি ট্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এমন দাবিও করেছেন তিনি। একইসঙ্গে শুভেন্দু অভিযোগ করেছেন, ত্রাণ তহবিলে টাকা নেই রাজ্যের। অথচ কম্বল বিতরণ হচ্ছে মিডডে মিলের টাকায়। এর আগেও একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তদন্ত দাবি করেছেন শুভেন্দু। আবাস যোজনা থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা নয়ছয়ের অভিযোগ করেছেন তিনি। সেই তালিকায় এবার যুক্ত হল বগটুইয়ের ক্ষতিপূরণ।

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “একজন রাজনৈতিক ব্যক্তি কীভাবে দিনের পর দিন নিজেকে হাসির খোরাক করে তুলতে পারেন, লোডশেডিংয়ে জেতা দলবদলু বিরোধী দলনেতা তারই উদাহরণ। একের পর এক ধরনের সার্কাসের কথা তিনি বলছেন। ডিসেম্বরের মধ্যে সরকার ফেলে দিচ্ছেন, তারিখ বলে দিচ্ছেন, এতই আমি আমি করে চলেছেন যে তাঁর দলের নেতারাই কেন্দ্রের কাছে অভিযোগ করছে। কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে রাজনীতিতে ভেসে থাকছেন। ওনাকে মনে করিয়ে দিই মিডডে মিলের টাকাও কেন্দ্রের সরকার দেয়নি। তাই এসব না করে কেন্দ্রকে বরং উনি বলুন, মিডডে মিলের বরাদ্দটা বাড়াতে। ছাত্র পিছু যে টাকা দেয়, তাতে বাচ্চাদের খাবার হয় না। মুখ্যমন্ত্রীর চেষ্টায় বাচ্চাদের মুরগির মাংস পর্যন্ত খাওয়ানো হচ্ছে।”

যদিও বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, রাজ্য-কেন্দ্রের টাকা বলে কিছু হয় না। টাকা মানুষের। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্র থেকে রাজ্যগুলিতে টাকা আসে। কেন্দ্র তো বলছেই টাকা নিতে। তবে হিসাবটাও চাওয়া হচ্ছে। কী খাতে ব্যয় করছে রাজ্য, সেই স্বচ্ছতাটুকু তো রাখতেই হবে।

Next Article