Mamata Banerjee: এবার মমতার মুখে ‘সি টিম’ তত্ত্ব, কাদের দিকে ইঙ্গিত?

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 06, 2023 | 6:51 PM

Sagardighi: সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের হারের পরই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, এই ভোটে 'অনৈতিক জোট' হয়েছে।

Mamata Banerjee: এবার মমতার মুখে সি টিম তত্ত্ব, কাদের দিকে ইঙ্গিত?
মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

কলকাতা: বিধানসভায় সাগরদিঘির ফল নিয়ে আরও একবার বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার বিধানসভা অধিবেশনে তিনি বলেন, “একটা ভোট নিয়ে আঙুল তুলবেন না। বিজেপি, সিপিএম, কংগ্রেস এক সঙ্গে। বিজেপিকে কে হারাবে একমাত্র তৃণমূল।” এতদিন মুখ্যমন্ত্রীর মুখে রাজনীতির ‘এ টিম’, ‘বি টিম’-এর কথা শোনা যেত। এবার তাঁর মুখে শোনা গেল ‘সি টিম’-এর কথা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কেউ যদি গুন্ডামি করে, তাহলে ধর্ম কী করে বলি? অপরাধের তো কোনও ধর্ম হয় না।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “টাকা দিয়ে কাউকে কিনে নিয়ে আমি রাজনীতি করব না। আমি নৈতিকতার স্বার্থে রাজনীতি করি। এখন কংগ্রেস বিজেপির বি টিম। এখন আনাগোনা চলে। টাকা দিয়ে কিনে রাজনীতি করতে হলে আমি ছেড়েই দেব।” এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কংগ্রেস বিজেপির এ টিম, সিপিএম বি টিম, আর ধর্মীয় কেউ কেউ সি টিম।”

সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের হারের পরই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, এই ভোটে ‘অনৈতিক জোট’ হয়েছে। সিপিএম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোট করেছে প্রকাশ্যে। আর ছায়াসঙ্গী হিসাবে কাজ করেছে বিজেপি। তিনি বলেছিলেন, “আমি কাউকে দোষ দেব না। গণতন্ত্রে উত্থান-পতন আছেই। তবে সাগরদিঘিতে একটা অনৈতিক জোট হয়েছে। বিজেপি তাদের ভোট কংগ্রেসকে দিয়েছে, আর সিপিএম জোটে আছে।”

সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আগামী ভোটে তৃণমূল কংগ্রেস-সিপিএমের সঙ্গে জোটে যাবে না। “যারা বিজেপির সঙ্গে, তাদের সঙ্গে আমরা যাব না” বলে মন্তব্য করেছিলেন মমতা। একইসঙ্গে বলেছিলেন, “তৃণমূলকংগ্রেস এই তিন একত্রিত শক্তির সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট। একুশে আমরা করেছি। সিপিএম-কংগ্রেস-বিজেপির রাজনৈতিক নাটক চলবে না। আর বিজেপি তৃণমূলকে ছুঁতে পারবে না।”

যদিও এই বিজেপি-সিপিএম-কংগ্রেসের এই ‘অনৈতিক জোট’ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম টিভি নাইন বাংলাকে রবিবারই বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি তাঁর ন্যাচরাল অ্যালাই। অনরেকর্ড বলেছিলেন। আরএসএস বলেছিল, মমতাকে দুর্গা। তিনি বলেছিলেন, দরকার হলে বিজেপিকে বাংলায় নিয়ে এসে মহাজোট করে সিপিএমের বিরুদ্ধে লড়বেন এবং লড়েছেন। বিজেপির সঙ্গে গিয়ে সরকারের মন্ত্রী হয়েছেন। বাজপেয়ীজীকে মালপোয়া খাইয়েছেন। অনৈতিক জোটের কথা? নীতি নৈতিকতার কথা শুধু মমতা নন, তৃণমূলে যাঁরা আছেন, তাঁদের না বলাই উচিত।”

Next Article