Manik Bhattacharya: ১৪ দিন জেলেই থাকতে হবে মানিককে, জামিনের আবেদন ফেরাল আদালত

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 28, 2022 | 9:46 PM

ED: গত ১১ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়।

Manik Bhattacharya: ১৪ দিন জেলেই থাকতে হবে মানিককে, জামিনের আবেদন ফেরাল আদালত
মানিক ভট্টাচার্য (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার ব্যাঙ্কশাল আদালত এই নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বিচারকের নির্দেশ, জেলে গিয়ে জেরা করতে পারবে সিবিআই (CBI)। কারণ, মানিককে জেরা করতে চেয়ে আদালতে একটি পিটিশন জমা দিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতেই সম্মতি মিলেছে। এবার সিবিআই-এর জেরার মুখেও বসতে বাধ্য মানিক। একইসঙ্গে জেরা করতে পারবে ইডিও (ED)।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত ১১ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। তার আগের দিন দুপুরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। সেখানেই সারারাত ছিলেন মানিক। ১১ তারিখ সকালে গ্রেফতার হন ইডির হাতে।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় সেপ্টেম্বর মাসে ইডি যে চার্জশিট পেশ করেছিল, তাতে নাম ছিল মানিক ভট্টাচার্যের। এই ঘটনায় মানিকের ভূমিকারও উল্লেখ ছিল সেখানে। মানিকের বিরুদ্ধে ইডির মূল অভিযোগ ছিল, টেটে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা। সব জেনেই মানিক ভট্টাচার্য তাঁদের চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিকের কথোপকথনের বিষয়ও ইডির চার্জশিটে উল্লেখ করা হয় বলে সূত্রের দাবি।

চাকরির বদলে মানিক ভট্টাচার্যের লাভের অঙ্ক ঠিক কতটা আপাতত সে হিসাব কষছে ইডি। এই দুর্নীতিতে মানিকের ভূমিকা নিয়ে ইডির হাতে জোরাল তথ্য উঠে এসেছে বলেও সূত্রের খবর। আদালতে ইডি সে ইঙ্গিতও দিয়েছে। তদন্তকারীদের দাবি, চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা পেয়েছেন মানিক।

তদন্তকারীদের নজরে বেসরকারি ডিএলএড কলেজ। মানিকের ছেলের নামে সেই কলেজ। সেখান থেকে প্রায় ২ কোটি ৭৪ লক্ষ টাকা লাভ হয়েছে বলে ইডি সূত্রে খবর। পার্থ এবং মানিকের হোয়াটস অ্যাপ চ্যাটও নজরে তদন্তকারীদের। মানিকের ছেলের যে সংস্থা, তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। তা পার্থ মানিককে পাঠান বলেও এদিন ইডির আইনজীবী আদালতে জানান।

যদিও মানিকের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন এদিন। তিনি উল্লেখ করেন, তাঁর মক্কেলের ৭০ বছর বয়স। মানিকের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ তুলে তাঁর আইনজীবী জানান, ইডি মানিককে ১৪ দিনের হেফাজতে নিলে তা ১৪ বছরের বনবাসের সমান। যদিও এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত ইডির আর্জি মেনে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

Next Article