Suvendu-Kunal: নিয়োগ দুর্নীতিতে শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণালের, পাল্টা বিরোধী দলনেতাও

Susovan Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Mar 12, 2023 | 10:43 PM

Kunal Ghosh: হাতে কয়েকটি তালিকা নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করতে বসেন কুণাল ঘোষ।

Suvendu-Kunal: নিয়োগ দুর্নীতিতে শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণালের, পাল্টা বিরোধী দলনেতাও
শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ।

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবারই চাকরি বাতিল হয়েছে ৮৪২ জন গ্রুপ সি (Group C) কর্মীর। অভিযোগ, এই নির্দেশের পরই চাকরি হারিয়েছেন শাসকদলের নেতা-কর্মীদের একাধিক ঘনিষ্ঠ। কারণ, সোজা পথে সেইসব চাকরি হয়নি। টাকা কিংবা প্রভাবের জোরে সেইসব চাকরি হয়েছে বলে ইতিমধ্যেই আদালতে তথ্য উঠে এসেছে। এই চাকরি বাতিল নিয়ে বিরোধীরা যখন শাসকদলকে বিঁধতে মরিয়া, সেইসময় বিস্ফোরক দাবি করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার সাংবাদিক সম্মেলন করে কুণাল দাবি করেন, এসএসসির গ্রুপ সিতে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে ৫৫ জনের চাকরি হয়েছে বিরোধী দলনেতার কথায়। নিঃসন্দেহে কুণালের এই দাবি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি তালিকাও তুলে ধরা হয়েছে। এরপরই রবিবার এক অনুষ্ঠানে গিয়ে পাল্টা নাম না করে কুণালের বিরুদ্ধে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে আমলই দিতে চাননি তিনি।

হাতে কয়েকটি তালিকা নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করতে বসেন কুণাল ঘোষ। কুণাল বলেন, “কোর্টের রায়ে গ্রুপ সির যে ক’জনের চাকরি চলে গিয়েছে, আমরা জানাচ্ছি, এর মধ্যে শুভেন্দু অধিকারী ১৫০ জনকে চাকরি দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর নির্দেশে, তাঁর ব্যবস্থাপনায় ১৫০ জনকে চাকরি দেওয়া হয়েছে। তারমধ্যে ৫৫ জনের চাকরি চলে গিয়েছে। আদালতের রায়ে যাদের চাকরি গিয়েছে, তাদের মধ্যে এমন ৫৫ জন রয়েছেন, তারা শুভেন্দুর ১৫০-র তালিকার মধ্যে।”

কুণাল বলেন, “সর্বভারতীয় তৃণমূলের অভিযোগ শুভেন্দু অধিকারীও এভাবে নিয়োগ প্রক্রিয়ায় শামিল ছিলেন। কাঁথি, খেজুরি, ভূপতিনগর, পটাশপুর, দেশপ্রাণ, রামনগর বিভিন্ন জায়গার প্রার্থীরা রয়েছেন। বিভিন্ন স্কুলের নামও রয়েছে আমার হাতে থাকা তালিকায়। সব আপনাদের দিয়ে দেব।”

যদিও এ নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তৃণমূলের কথা আমি বলব না। যার সম্পর্কে বলতে চাইছেন উনি সাড়ে ৩ বছর জেল খাটা একটা নর্দমার কীট। তাঁর একটাই এজেন্ডা শুভেন্দু অধিকারীকে ম্যালাইন করা।”

Next Article