কলকাতা: বাংলার পরিস্থিতি ভয়ঙ্কর, বাংলায় এখন ‘ফাইভ সি’ চলছে, কলকাতায় এসে এমনই কথা বললেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বাংলার সরকার হিংসা রুখতে ব্যর্থ বলেও এদিন সুর চড়ান বিবেক। বিবেক বলেন, “বাংলাতে রেনেসাঁতে পাঁচটি ‘সি’ আছে। কনভিকশন, কমিটমেন্ট, কারেজ, কোলাবরেশন ও চেঞ্জ। কিন্তু আজকের বাংলায় ৫সির মধ্যে আছে কোরাপশন, কমিউনাল ভায়োলেন্স, চিপ ডায়লগ, চামচাগিরি। বাংলায় যে ৩০০-৪০০ মিনি কাশ্মীর আছে, আমি নিজেই তাঁর প্রত্যক্ষদর্শী।” বাংলা নিয়ে ছবির আগ্রহও শোনা যায় বিবেকের গলায়। যদিও পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, গুজরাটের গোধরা নিয়েও তো ছবি করতে পারেন।
এদিন বিবেক অগ্নিহোত্রী বলেন, বাংলার ডিএনএ-তে জাগরূকতা আছে। অথচ এখন বাংলার যা অবস্থা তা ভয়ঙ্কর। বাংলায় স্বাধীনভাবে ঘোরা যায় না পর্যন্ত। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হিংসা থামাতে ব্যর্থ। বাংলার কাহিনী জানাব। বাংলার রাজনৈতিক কাহিনী। বাংলা কখনওই যেন কাশ্মীর না হয় সেই জন্য। ” বিবেকের সুরেই এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কাশ্মীর এখন ঠান্ডা হয়ে গিয়েছে। রাহুল গান্ধী গিয়ে বরফ খেলছেন। প্রিয়ঙ্কা গান্ধী মোটর সাইকেল চালাচ্ছেন। এখন ঠান্ডা করা দরকার বাংলাকে। পশ্চিমবাংলায় দেশবিরোধী কাজ হচ্ছে। এটা সাপ্লাই লাইন।”
পাল্টা কুণাল ঘোষ বলেন, “বাংলা সম্পর্কে কুৎসা বিবেকের। দম থাকলে গুজরাটে গিয়ে গোধরা ফাইলস, উত্তর প্রদেশে গিয়ে হাথরস, উন্নাও ফাইলস, বুঝিয়ে দেবে গণতন্ত্র কাকে বলে। বাংলায় গণতন্ত্র আছে বলে এত বড় বড় কথা। হতো এটা বিজেপির মতো ফ্যাসিস্ট সরকার। এসব কথা বলার পর দাঁড়িয়ে থাকার সাহস থাকত না। করে নিন বেঙ্গল ফাইলস। কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী।”