Anindya Bose: পরপর পাঁচটা ঘুমের ওষুধ, স্বেচ্ছামৃত্যুর ইচ্ছে, একদিন পর ক্ষমা চাইলেন অনিন্দ্য

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 12, 2023 | 8:37 PM

Anindya Bose: কেটে গিয়েছে দেড় খানা দিন। তবু ভক্তদের উদ্বেগ কমেনি। শুক্রবার রাতে কেন 'শহর' ব্যান্ডের অনিন্দ্য ওই রকম এক পোস্ট করেছিলেন, সে প্রশ্ন আজও ঘুরছে।

Anindya Bose: পরপর পাঁচটা ঘুমের ওষুধ, স্বেচ্ছামৃত্যুর ইচ্ছে, একদিন পর ক্ষমা চাইলেন অনিন্দ্য
অনিন্দ্য বসু।

Follow Us

কেটে গিয়েছে দেড় খানা দিন। তবু ভক্তদের উদ্বেগ কমেনি। শুক্রবার রাতে কেন ‘শহর’ ব্যান্ডের অনিন্দ্য ওই রকম এক পোস্ট করেছিলেন, সে প্রশ্ন আজও ঘুরছে। এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন তিনি। লিখলেন, “আমি আবেগপ্রবণ। মনখারাপের কথা বলে ফেলি। কালকেও তেমনই একটা ঘটনা ঘটিয়েছি। আমার তার কেটে গেছিল। সকলের কাছে ক্ষমা চাইছি। যাঁরা আমাকে ভালবাসেন তাঁদের কাছে।” কী এমন লিখেছিলেন তিনি, যার জন্য ক্ষমা চাইতে হল তাঁকে? এক পোস্ট করে অনিন্দ্য লেখেন, ‘‘নিজেকে খুব খারাপ লাগছে…তাই বিদায় নিচ্ছি…যাঁরা আমাকে ভালবেসেছেন,আদর দিয়েছেন, সেই ছোট্টবেলা থেকে পছন্দ করেছেন…তাঁদের প্রত্যেককে প্রণাম…আমি খুব খারাপ মানুষ…তাই চলে যাওয়াই ভাল…আমি আপনাদের যোগ্য নই, আমার এই স্বেচ্ছামৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’’ এরপরেই উদ্বেগ ছড়ায়। পাল্টা এক পোস্ট করে গায়ক সিধু জানান, তিনি অনিন্দ্যের বাড়ি যাচ্ছেন। জানা যাচ্ছে ওই দিনই রাতে অনিন্দ্যর বাড়িতে যান সিধু। গিয়ে দেখেন তিনি পাঁচটা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছেন। তাঁর বাড়িতে নিয়ে আসেন। ঘুমিয়ে পড়েন অনিন্দ্য। সকালবেলা যদিও ঠিক হন তিনি।

বেশ কিছু সময় ধরেই অবসাদে ভুগছেন অনিন্দ্য, নিয়মিত নেন ওষুধও। তবে সেদিন তা মাত্রা ছাড়িয়ে যাওয়াতেই কি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। ভক্তদের একটাই বক্তব্য, “ভাগ্যিস সিধু ছিলেন”। ভবিষ্যতে এমন যাতে না করেন গায়ক তেমনটাই অনুরোধ করেছেন অনুরাগীরা। আত্মহত্যার কারণে অতীতে বহু প্রতিভাকে হারিয়েছে শিল্পীমহল। অভিনেতা সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে তুনিশা শর্মা– এ সবই তার জ্বলন্ত উদাহরণ। আগামী দিনেও যাতে এমনটা না হয়, সেটাই প্রার্থনা সকলের।

Next Article