Delivery Boy Arrest: গ্রাহকের কাছে না পৌঁছে পণ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ, ধৃত ডেলিভারি বয়

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 30, 2022 | 11:31 PM

Lake Town: পুলিশ জানিয়েছে, ওই সংস্থার এক কর্তা শনিবার রাত সওয়া ৯টা নাগাদ লেকটাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Delivery Boy Arrest: গ্রাহকের কাছে না পৌঁছে পণ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ, ধৃত ডেলিভারি বয়
গ্রেফতার যুবক।

Follow Us

কলকাতা: অনলাইনে অর্ডার করা জিনিস গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া তাঁর কাজ। কিন্তু, তা না করে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই অভিযোগে একটি বহুজাতিক অনলাইন ডেলিভারি সংস্থার এক ডেলিভারি বয়কে গ্রেফতার করল লেকটাউন (Lake Town) থানার পুলিশ। বছর তিরিশের ধৃত যুবকের নাম অভিষেক পাল। তিনি ২ লক্ষ ৩১ হাজার ৭৮৮ টাকার মূল্যের জিনিসপত্র হাতিয়েছেন বলে অভিযোগ। আজ ধৃতকে বিধাননগর আদালতে তোলা হয়। ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ জানিয়েছে, ওই সংস্থার এক কর্তা শনিবার রাত সওয়া ৯টা নাগাদ লেকটাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন, অভিষেক সংস্থার ডেলিভারি বয়। তাঁর বাড়ি কলকাতার সাতগাছিতে। বেশ কিছুদিন ধরে গ্রাহকদের কাছে যে সমস্ত পর্ণসামগ্রী ডেলিভারির জন্য পাঠানো হত, তা গ্রাহকদের কাছে পৌঁছত না। আর সেই সকল পণ্যসামগ্রী অন্যত্র বিক্রি করে টাকা আত্মসাৎ করেন অভিষেক। মোট ২ লক্ষ ৩১ হাজার ৭৮৮ টাকার পণ্যসামগ্রী অভিষেক আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন।

অভিযোগের তদন্তে নেমে লেকটাউন থানার তদন্তকারী আধিকারিকরা অভিষেক পালকে গ্রেপ্তার করেন। লেকটাউন থানার পুলিশ তাঁর বিরুদ্ধে চুরি-সহ একাধিক ধারায় মামলা রুজু করে। ধৃতকে আজ বিধাননগর আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে, জিনিসপত্র তিনি কোথায় বিক্রি করেছেন। তাঁর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও জানার চেষ্টা করা হবে।

অনলাইনে জিনিসপত্র অর্ডার করে অন্য জিনিস পাওয়ার ঘটনার কথা প্রায় শোনা যায়। গত ১৫ অক্টোবর দিল্লির এক ব্যক্তি গেমিং ল্যাপটপ অর্ডার করেছিলেন। পার্সেল পাওয়ার পর ওই ব্য়ক্তি অভিযোগ করেন, বাক্স খুলে তিনি দেখতে পান, ভিতরে কোনও ল্যাপটপ নেই। বরং পাথর ও কিছু আবর্জনা ভরা। তিনি পার্সেলের একাধিক ছবি তোলেন এবং প্রমাণ সমেত সংস্থায় অভিযোগ জানান। অভিযোগ জানাতেই ওই ব্যক্তি সম্পূর্ণ টাকা রিফান্ড পেয়েছেন বলে জানা গিয়েছে।

Next Article