কলকাতা: অযোগ্য হয়েও ভুয়ো সুপারিশ পেয়েছেন চাকরির জন্য, এমন ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬ সালে এসএসসি নবম-দশম পরীক্ষায় এই ১৮৩ জনকে ভুয়ো সুপারিশ দেওয়া হয়। ১ ডিসেম্বর বৃহস্পতিবার এসএসসি এই তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ২১ জন বাংলার শিক্ষক রয়েছেন, ৫৭ জন রয়েছেন ইংরাজির শিক্ষক, ৩০ জন ভূগোলের শিক্ষক, ১৭ জন ইতিহাস, ২২ জন জীবন বিজ্ঞানের শিক্ষক, ১৮ জন অঙ্কের শিক্ষক, ১৮ জন ভৌত বিজ্ঞানের শিক্ষক। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরই এই তালিকা সামনে আসে কমিশন। আদালত জানিয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে।
এর আগে কমিশন আদালতে জানিয়েছিল, ১৮৩ জন অযোগ্য প্রার্থী রয়েছে। যদিও সিবিআইয়ের দাবি ছিল সংখ্যাটা ৯৫২। সে সময় আদালতে প্রশ্ন ওঠে তা হলে কি কমিশন অযোগ্যদের আড়াল করতে চাইছে? ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে স্কুলের চাকরিতে বেনিয়ম হয়েছে।
সিবিআইয়ের বক্তব্য, দুর্নীতি হয়েছে ওএমআর শিটে। ওএমআর শিটে সাতটি প্রশ্নের উত্তর দেন এক পরীক্ষার্থী। নম্বর পান পাঁচ। এদিকে তাঁর নামের পাশে বসানো ৫৩ নম্বর। নাম রয়েছে এসএসসি-র সুপারিশপত্রে। সিবিআই-এর দাবি, ওএমআর শিটে এরকম অনেক বেনিয়মই হয়েছে। এরকম ২০জন প্যানেলভুক্ত ও ২০ জন ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীর ওএমআর শিটও আদালতে জমা দিয়েছে সিবিআই। তবে এই ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি পেয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। আদালত তা জানতে চেয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই ২০ জনের চাকরি গিয়েছে। আদালত নির্দেশ দিয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে ১৮৩ জনের নাম এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এদিন সেই তালিকা প্রকাশিত হল।