কলকাতা: ফের শহরের বুকে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল। পুরনো বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউয়ে। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম যুবকের নাম সঞ্জয় সরকার (৪২)। তিনি পেশায় গাড়ির চালক। স্থানীয় এলাকায় তাঁর বাড়ি। নিত্যদিনের মতো শুক্রবার তিনি গাড়ি চালিয়ে এসে পাড়ার একটি দোকানের সামনে মুড়ি কিনে খাচ্ছিলেন। এলাকার আরও বেশ কয়েকজন সেই জায়গায় বসে গল্পগুজব করছিলেন। অভিযোগ, সেই সময় লাগোয়া ছ’তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে ওই ব্যক্তির উপর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।
অন্যান্য কংক্রিটের খণ্ড ভেঙে পড়ায় আশেপাশে যাঁরা বসেছিলেন, তাঁরাও অল্প বিস্তার আহত হন। তবে সঞ্জয়ের উপর কংক্রিটের খণ্ড চাপা পড়েছিল। স্থানীয়রা অনেক কষ্টে সেই খণ্ড সরিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। স্থানীয়রা জানান, অচৈতন্য হয়ে পড়েন সঞ্জয় সরকার। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নার্সিংহোমের চিকিৎসকরা। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় এবং মাথার একাংশ ক্ষতবিক্ষত হওয়ায় তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই নার্সিংহোম সূত্রে খবর। এই ঘটনার পর সংশ্লিষ্ট অংশ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “নীচে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উপর থেকে বাড়ির অংশ। উনি পড়ে যান, খুবই আঘাত পান। আমাদের এখানেই বাড়ি। এ বাড়ি আজকের নয়, বহুদিনের পুরনো। প্রায় প্রায়ই এরকম খুচরো অংশ ভেঙে পড়ে। একদম দেখভাল করে না। কোন দিন কী বিপদ ঘটে, ভাবতাম আমরা। ছেলেটা ভাল হয়ে যাক এখন এটাই চাই।” এলাকাবাসীর কথায়, সবসময়ই এই রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করেন। বাচ্চারাও যায়। প্রশাসন পদক্ষেপ করুক চান তাঁরা।