TET 2014: তালিকায় সত্যিই রয়েছেন মমতা-সুজনরা, ‘নেমসেক’ টেনে বোঝালেন পর্ষদ সভাপতি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 14, 2022 | 8:13 PM

TET: এদিন গৌতম পাল বলেন, "আমার নামে তিনজন আছেন। তাঁদের বাবার নাম প্রয়াত বিজয় পাল, আরেকজনের বাবা প্রাণনাথ পাল, আরেকজনের বাবা গোপাল পাল। তাঁদের টেলিফোন নম্বর আছে।"

TET 2014: তালিকায় সত্যিই রয়েছেন মমতা-সুজনরা, নেমসেক টেনে বোঝালেন পর্ষদ সভাপতি
পর্ষদ সভাপতি গৌতম পাল।

Follow Us

কলকাতা: ২০১৪ সালের টেট (TET) প্রার্থীদের তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ থেকে সুজন চক্রবর্তী, এমনকী গৌতম পালেরও। এ নিয়ে জোর তরজা শুরু হয়েছে সোমবার সকাল থেকে। নানা প্রশ্ন উঠেছে এই তালিকা ঘিরে। বিকেলেই সাংবাদিক সম্মেলন করেন প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল। বলেন, তাঁর নামেই তিনজন রয়েছেন তালিকায়। প্রশ্ন করেন, একই নামে আর কি কেউ ভূ ভারতে থাকতে পারেন না? এদিন তালিকা ধরে ধরে সেইসব ‘নেমসেক’দের পরিচয় দেন তিনি।

গৌতম পাল বলেন, “পর্ষদ সভাপতির নামও তো আছে। জিনগতভাবে দেখলে মানুষ হিসাবে আমি একজনই। কিন্তু আমার নামে তো একাধিক ব্যক্তি থাকতে পারেন। ২০১৪ সালে যাঁরা এসেছেন তাঁর মধ্য়ে দিলীপ ঘোষ দু’জন আছেন, সুজন চক্রবর্তী আছেন, গৌতম পাল তিনজন আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। কিন্তু কীভাবে ভেবে নিচ্ছি এনারা আমাদের মুখ্যমন্ত্রী, বিরোধী দলের নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব?”

গৌতম পাল বলেন, “আমার নামে তিনজন আছেন। তাঁদের বাবার নাম প্রয়াত বিজয় পাল, আরেকজনের বাবা প্রাণনাথ পাল, আরেকজনের বাবা গোপাল পাল। তাঁদের টেলিফোন নম্বর আছে। সুজন চক্রবর্তীর বাবা স্বপন চক্রবর্তী। তাঁরও মোবাইল নম্বর আছে। এক নাম কি আমারই থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তাঁর বাবার নাম মথুরানাথ বন্দ্যোপাধ্যায়। তিনি গতবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন। মোবাইল নম্বরও আছে। নট এমপ্যানেলড। তাহলে কী করে আমরা ভেবে নিচ্ছি এক নাম মানেই এক ব্যক্তি?”

পর্ষদ সভাপতির মতে, এই ধরনের ঘটনা সরকার তথা বোর্ডের বিরুদ্ধে এক প্রকার অপপ্রচার চালানোর সমান। গৌতম পাল বলেন, “এমনভাবে বিষয়টা বলা হচ্ছে যেন ইচ্ছা করে এই নামগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো ঠিক নয়। আপনাদের আমরা তালিকা দিয়ে দিচ্ছি, টেলিফোন করে জেনে নিতে পারেন। এই অপপ্রচারটা যেন বন্ধ হয়। আমরা কাজ করছি। বোর্ড ভাল করছে। অথচ এই এক নাম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মনে হচ্ছে যেন ইচ্ছা করে বোর্ড এই সমস্ত নাম রেখেছে।”

Next Article