Tapas Mondal: প্রাথমিক টেট দুর্নীতিতে গ্রেফতার তাপস মণ্ডল

সিজার মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Feb 19, 2023 | 8:26 PM

CBI: গ্রেফতারের পর তাপস মণ্ডল বলেন, কেন তাঁকে ধরা হল তিনি জানেন না।

Tapas Mondal: প্রাথমিক টেট দুর্নীতিতে গ্রেফতার তাপস মণ্ডল
গ্রেফতার তাপস মণ্ডল।

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বড় গ্রেফতারি। রবিবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন তাপস মণ্ডল (Tapas Mondal)। সেই তাপস মণ্ডল, যাঁর হাত ধরে কুন্তল ঘোষ থেকে গোপাল দলপতি সকলেরই নাগাল পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। একইসঙ্গে এদিন গ্রেফতার করা হয় নীলাদ্রি ঘোষকেও। গ্রেফতারির পর তাপস মণ্ডল জানান, তাঁকে কেন গ্রেফতার করা হয়েছে তিনি জানেন না। এর আগে ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল তাপসের। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। সিবিআই রবিবার তাঁকে গ্রেফতার করল। এদিন সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে তাপসকে ডেকে পাঠানো হয়। সময়মতোই সিবিআই দফতরে পৌঁছন তিনি। টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে ৪টা নাগাদ তাপসকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার আরেক এজেন্ট, যাঁর নাম বারবার কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছে, সেই নীলাদ্রি ঘোষকেও গ্রেফতার করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় নিঃসন্দেহে এই গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এমনও শোনা গিয়েছে, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে ইডির গ্রেফতারি ইস্তক যে সমস্ত তথ্য সামনে উঠে এসেছে, অধিকাংশ ক্ষেত্রেই তদন্তকারীদের ‘ক্লু’ দেওয়ার কাজ করেছেন তাপস। সেই তাপসই এবার সিবিআইয়ের জালে। সূত্রের খবর, বারবার তাপসকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তদন্তকারীদের মনে হয়েছে, চাকরি ‘চুরি’র একটা অংশকে তাপস দিনের আলোয় তুলে ধরলেও, একটা অংশ আঁধারেই লুকিয়ে রাখছেন। সেই বিষয়গুলো নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করেও জবাব না মেলায় এদিন তাঁকে গ্রেফতার করা হল বলে সূত্রের খবর।

গ্রেফতারির পর এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাপস মণ্ডলকে। নিয়ে যাওয়া হয় নীলাদ্রি ঘোষকেও। রুটিনমাফিক মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। এই গ্রেফতারির পর তাপস মণ্ডল বলেন, “তদন্তে এখনও সহযোগিতা করছি। আমি জানি না আমাকে কেন গ্রেফতার করা হল।” একইসঙ্গে কুন্তল ঘোষের তাপস মণ্ডল সম্পর্কে বারবার অভিযোগ করা প্রসঙ্গেও এদিন ধৃত তাপস বলেন, “আমি তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছি। সে তো পাল্টা করবে স্বাভাবিক।” এদিন গাড়ি থেকে নামিয়ে সোজা তাঁকে এসএসকেএমের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়।

Next Article