Kuntal Ghosh: নিয়োগকাণ্ডে এবার নজরে পার্লারের মালকিন! কুন্তল-সুতোয় বাঁধা আরও এক রহস্যময়ী

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Mar 03, 2023 | 2:41 PM

ED: কুন্তল ঘোষ গ্রেফতার হওয়া ইস্তক গোপাল দলপতি, 'কালীঘাটের  কাকু' সুজয় ভদ্র, বিভাস অধিকারী, হৈমন্তী গঙ্গোপাধ্যায় একের পর এক নাম নিয়ে যখন বিভিন্ন মহলে তোলপাড় চলছে।

Kuntal Ghosh: নিয়োগকাণ্ডে এবার নজরে পার্লারের মালকিন! কুন্তল-সুতোয় বাঁধা আরও এক রহস্যময়ী
সোমা ইডি দফতরে। ডানদিকে কুন্তল

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জাল যে বহুদূর গিয়েছে, বারবারই আদালতে বিভিন্ন তথ্য় তুলে ধরে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সিজিও (CGO Complex) কমপ্লেক্সে তলব করা হল এক পার্লার মালিককে। শুক্রবারই নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই পার্লার মালিকের নাম সোমা চক্রবর্তী। ইডি তাঁর সঙ্গে কথা বলতে চায়। কিন্তু কেন হঠাৎ পার্লার মালিককে তলব? শিক্ষক নিয়োগেও কী ভূমিকা থাকতে পারে একজন পার্লার মালিকের। ইডি সূত্রে খবর, কুন্তলের সঙ্গে তাঁর যোগ পাওয়া গিয়েছে। সূত্রের দাবি, কুন্তলের সঙ্গে ব্যাঙ্কে লেনদেনের সূত্রে তলব করা হয়েছে সোমাকে। মিডলম্যানের মাধ্যমে মোটা টাকার লেনদেনের হদিশ মেলে বলে সূত্রের দাবি। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি কুন্তলের টাকা স্যালোঁ ব্যবসাতেও খাটানো হত? ইডি জানতে চায়, কেন সোমার অ্যাকাউন্টে টাকা গিয়েছে। এদিন সোমার বয়ানও রেকর্ড করা হবে বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সোমা চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হয়েছে বলে হদিশ পেয়েছে ইডি। সেই সূত্রেই এদিন তলব করা হয় সোমাকে। প্রশ্ন উঠছে, পার্লার ব্যবসায় কোনওভাবে টাকা খাটাতেন কুন্তল নাকি এই মহিলার অ্যাকাউন্টের মাধ্যমে অন্য কোনও ব্যবসাতেও টাকা গিয়েছে। এসব উত্তরের খোঁজেই আজ সোমাকে তলব।

কুন্তল ঘোষ গ্রেফতার হওয়া ইস্তক গোপাল দলপতি, ‘কালীঘাটের  কাকু’ সুজয় ভদ্র, বিভাস অধিকারী, হৈমন্তী গঙ্গোপাধ্যায় একের পর এক নাম নিয়ে যখন বিভিন্ন মহলে তোলপাড় চলছে। একের পর এক চোখ কপালে ওঠার মতো তথ্য় সামনে আসছে। এরইমধ্যে নতুন নাম উঠে এল। এদিন দুপুরেই সোমা হাজির হন সিজিও কমপ্লেক্সে।

ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকার লেনদেন হয়েছে। কী কারণে এই লেনদেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে এই আর্থিক লেনদেনের কোনও যোগ আছে কি না জানতেই এদিনের তলব। সূত্রের খবর, ২০২০ সাল থেকে কয়েক দফায় টাকার লেনদেন হয়েছে সোমার অ্যাকাউন্টে।

Next Article