কলকাতা: কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচীর গ্রেফতারি নিয়ে শনিবার সকাল থেকে তুমুল সমালোচনা বিভিন্ন মহলে। রাত ৩টের সময় একজন আইনজীবীর বাড়িতে ঢুকে কীভাবে পুলিশ গ্রেফতার করতে পারে, তা আদৌ কতটা আইন-সমর্থ, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই গ্রেফতারি নিয়ে সংশয় প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেছেন, “আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত। পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না।” তবে কুণালের বক্তব্যকে তাঁর ব্যক্তিগত মতামত বলেই মন্তব্য করেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। বরং কৌস্তভের বক্তব্যে একজন নারীকে অসম্মান করার ধৃষ্টতা দেখানো হয়েছে বলেই শনিবার সোচ্চার হন শশী পাঁজা। তিনি বলেন, “২০১১ সালের আগের জমানা কি মনে করিয়ে দিতে হবে? জ্যোতি বসু সম্পর্কে যদি বিরোধীরা বা অন্য কেউ কিছু বললে বা বামপন্থী নেতাদের নামে কিছু বললে খালের কাছে দেহটা পড়ে থাকত। পরিবর্তনটা কী জানেন, বর্তমান অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি এই ধরনের অশ্রাব্য মন্তব্য করলেন, কিন্তু গণতন্ত্র যা বলে, আইন যা বলে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিবর্তনটা বুঝতে হবে।”
শশী পাঁজা এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সকলের মুখ্যমন্ত্রী। কারও কাছে তিনি মা, কেউ তাঁকে মেয়ে হিসাবে দেখেন। সকলের কাছেই এ ধরনের কটুক্তি খারাপ লাগার। একজন সামাজিক মাধ্যমে মিডিয়ায় যা বললেন, তা নিয়ে সকলে লজ্জিত। তিনি বলেন, “আমরা তাঁকে মা হিসাবে দেখি। ওনার অপমান আমরা সহ্য করব না। রোদ্দুর রায় আর কৌস্তভ বাগচী একই অপরাধ করেছেন। তাই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সোনিয়া গান্ধির প্রসঙ্গ তুলে শশী পাঁজা বলেন, “লোকসভায় যখন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বলছিলেন, তখন আমাদের তৃণমূলের মহিলা সাংসদরা ঝাঁপিয়ে পড়েন। বলেছিলেন, এটা সমর্থনযোগ্য নয়। সোনিয়া গান্ধীর পাশে তাঁরা দাঁড়িয়েছিলেন। আজ কংগ্রেস কী বলতে চাইছে?”
যদিও ব্যাঙ্কশাল আদালতে যিনি কৌস্তভের আইনজীবী ছিলেন, সেই বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “যেভাবে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারিটাই তো বেআইনি। আমার যে সমস্ত সহযোগী আইনজীবী বন্ধুরা ছিলেন, তাঁরা সকলেই যথেষ্ট আইন সম্পর্কে খোঁজ খবর নিয়েই তৈরি হয়ে আদালতে গিয়েছিলেন। তাই গ্রেফতারিটা মৌলিকভাবেই বেআইনি। সে জন্য জামিন তো হবেই। কিন্তু তৃণমূলের চাপে পড়ে পুলিশ যেটা করল, তার জন্য তাকে ভুগতে হবে। কারণ দেশের আইন অমান্য করে গ্রেফতার করা যায় না।