কলকাতা: বসন্তেই গ্রীষ্মের ছ্যাঁকা! দোলের এখনও দু-তিনদিন বাকি। এর মধ্যেই কলকাতার তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা তো আরও ২-৩ ডিগ্রি বেশি। দোলের দিনেও মিলবে না বসন্তের আমেজ। বরং তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হতে চলেছে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করছে। দোলের দিন অর্থাৎ মঙ্গল-বুধবার কলকাতার তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। একইভাবে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানান, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনও নিম্নচাপ নেই। এছাড়া বাতাসে জলীয় বাষ্পও নেই। বরং উত্তর-পশ্চিমের গরম, শুষ্ক বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। ফলে তাপমাত্রা ইতিমধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতার বৃষ্টিপাতের এখন কোন সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে মেঘলা আবহাওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা প্রভাব দক্ষিণবঙ্গে পড়তে পারে।