Madan Mitra: ‘এই রাজ্যপাল হয়ত রাষ্ট্রপতি হতে চাইছেন’, বিস্ফোরক মদন মিত্র

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

May 11, 2023 | 9:38 PM

Madan Mitra: কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দণ্ডি কেটে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিন আদিবাসী মহিলা। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য। এই ঘটনায় নিন্দায় সরব হয় বিভিন্ন মহল।

Madan Mitra: ‘এই রাজ্যপাল হয়ত রাষ্ট্রপতি হতে চাইছেন’, বিস্ফোরক মদন মিত্র
বিধায়ক মদন মিত্র।

Follow Us

কলকাতা: দণ্ডিকাণ্ডে রাজ্যপাল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছে বিজেপি। এবার সেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের (Madan Mitra)। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, কী ভাল, কী খারাপ বোঝা যাচ্ছে না। কখন খারাপ, কখন ভাল সেটাও বোধগম্য হচ্ছে না। মদন মিত্রের কথায়, “আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তিনি এখন উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি সক্রিয় ছিলেন। এই রাজ্যপাল হয়ত ওনাকে ছাপিয়ে যেতে চাইছেন। প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হতে চাইছেন তিনি। সেই কারণেই হয়ত আরও বেশি করে সক্রিয় হয়ে পড়েছেন।”

কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দণ্ডি কেটে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিন আদিবাসী মহিলা। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য। এই ঘটনায় নিন্দায় সরব হয় বিভিন্ন মহল। ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়। জল গড়ায় বহুদূর।

এই বিষয় নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতারা। স্মারকলিপি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বিজেপির দাবি, সেই স্মারকলিপির জবাবে রাজভবন থেকে একটি চিঠি আসে। সেখানে আশ্বাস দেওয়া হয় আদিবাসী সুরক্ষা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এদিন তা নিয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হলে এ কথা বলেন তিনি।

Next Article