কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। অপরদিকে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এখনও পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে অমৃতসর,চণ্ডিগঢ়,নাজিবাবাজ শাহজাহানপুর, গোরখপুর, সোপাউল ও বালুরঘাটের উপর। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। আকাশ মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
শনিবার ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
রবিবারও এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জেলায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস।