গত কয়েকদিন ধরে কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। ঝলমলে আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। শুক্রবার আবহাওয়ার ছবিটা অনেকটা এরকমই থাকবে বলে জানা গিয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে বেশ কিছু জায়গায়।
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। আর দুপুর হতেই অঝোরে নামল বৃষ্টি। শনিবারের পর বৃষ্টি আরও বাড়বে কলকাতায়।
দক্ষিণবঙ্গে আজ থাকবে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণের বাসিন্দাদের। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ দক্ষিণ বঙ্গের কাছাকাছি সরে যাবে। বিকানির, কোটা, গুনা, জব্বলপুর পেরিয়ে ওড়িশা উপকূলের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সেই অক্ষরেখা।