কলকাতা: বৃষ্টির দাপট খানিকটা কমেছে। খুব একটা মুখ ভার নেই আকাশের। রবিবার সকাল থেকে শহর কলকাতায় মিলেছে রোদের দেখা। তবে বৃষ্টির ভ্রুকুট যে একদমই নেই এমনটা নয়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে এদিন দিনভরই রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে রোজকার মতো থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গে এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ।
কলকাতায় কমল পারা। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবারের থেকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৪ শতাংশের আশেপাশে বলে জানা যাচ্ছে।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বর্তমানে, মৌসুমী অক্ষরেখাটি দিল্লী বালাসোর, পাশপাশি পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে মৌসম ভবন সূত্রে খবর।
মৌসব ভবন বলছে মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে আসছে দক্ষিণবঙ্গের কাছাকাছি। ফলে, বৃষ্টির দাপট বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সোমবারও।