Weather Update: আজও বিকেল গড়াতেই ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

May 19, 2023 | 8:43 AM

Weather: শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। কলকাতার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে। বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকায়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Weather Update: আজও বিকেল গড়াতেই ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
ঝড়ের দাপট শহরে। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারও কালবৈশাখীর দাপট দেখেছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও দুর্যোগের পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রপাতও। পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। কলকাতার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে। বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকায়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকবে।

কাল থেকে কমবে ঝড় বৃষ্টির পরিমাণ। রবিবার ও সোমবার বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আরও একটা স্পেল। চলতি সপ্তাহেই আন্দামানে ঢুকছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। তবে আন্দামানে আগাম বর্ষা এলেও কেরলে আসতে দেরি হবে এবার। ১ জুন কেরলে বর্ষা ঢোকে। এই মরসুমে বর্ষা কেরলে আসবে ৪ জুন।

Next Article