Weather Update: হাড় কাঁপানো ঠান্ডা কলকাতায়, গত পাঁচ বছরে রেকর্ড পারদপতন আজই

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 06, 2023 | 2:07 PM

Kolkata: এদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়ার দাপট।

Weather Update: হাড় কাঁপানো ঠান্ডা কলকাতায়, গত পাঁচ বছরে রেকর্ড পারদপতন আজই
জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়।

Follow Us

কলকাতা: অবশেষে আশ মিটল বঙ্গবাসীর। যে শীতের জন্য হাপিত্যেস করে মরতে হচ্ছিল গত সপ্তাহেও, অবশেষে তার দেখা মিলল। দক্ষিণবঙ্গের জেলাগুলি রীতিমতো কাঁপছে। বাংলাজুড়ে জাঁকিয়ে শীত (Winter)। ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার পারদও। শুক্রবার শুধু চলতি মরসুমের নয়, গত ৫ বছরের মধ্যে শীতলতম দিন কলকাতার। ২০১৮ সালের পর মহানগরে এত ঠান্ডা এদিনই প্রথম। উত্তুরে হাওয়ার দাপটে জেলায় হাড়-হিম শীত। আবহাওয়া দফতর বলছে, এই কাঁপন শুধু শুক্রবারই নয়, শনিবারও জারি থাকবে। তবে রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও সামনেই মকর সংক্রান্তি। এই সময়টা এমনিই তাপমাত্রার পারা পতন হয়। সেইমতোই আগামী অন্তত ৫-৬ দিন শীতের আমেজ থাকবে, আশ্বাস হাওয়া অফিসের।

এদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়ার দাপট। পশ্চিমাঞ্চলের জেলাগুলি তাপমাত্রা নামলেও কলকাতায় এমন ঠান্ডা গত পাঁচ বছরে পড়েনি। শুধু তাই নয়, পশ্চিমাঞ্চলের এই ঠান্ডা পাহাড়কে রীতিমতো টেক্কা দিতে পারে। কালিম্পংয়ের থেকেও বেশি ঠান্ডা পড়েছে পুরুলিয়াতে। কালিম্পংয়ে যেখানে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে।

কাঞ্চনজঙ্ঘা।

আপাতত এই ঠান্ডা থাকছে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। রোদ ঝলমলে পরিবেশ, কোনও নিম্নচাপ-ঝঞ্ঝার যেহেতু আভাস নেই, তাই হু হু করে উত্তুরে হাওয়া ঢুকছে বাংলায়। পশ্চিমাঞ্চলে অনেক জায়গাতেই তাপমাত্রা ৬ ডিগ্রি, ৭ ডিগ্রি, ৮ ডিগ্রিতে নেমে গিয়েছে। শীতের এই কামড় আপাতত থাকছে।

৫ বছরে কলকাতার শীতলতম দিন

২০২৩: ১০.৯ (৬ জানুয়ারি)

২০২২: ১১.৭ (৩০ জানুয়ারি)

২০২১: ১১.২ (২০ ডিসেম্বর)

২০২০: ১১.২ (২৭ ডিসেম্বর)

২০১৯: ১১.১ (২৮ ডিসেম্বর)

*তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে*

Next Article