laxmi Puja Weather: লক্ষ্মীপুজোতেও কি বাংলার বরাতে বৃষ্টি? হাওয়া অফিস স্পষ্ট করল ভোগান্তি কোথায়

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 06, 2022 | 11:53 PM

Weather: কলকাতায় মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যে হালকা বৃষ্টিও হবে। তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকার কথা।

laxmi Puja Weather: লক্ষ্মীপুজোতেও কি বাংলার বরাতে বৃষ্টি? হাওয়া অফিস স্পষ্ট করল ভোগান্তি কোথায়
লক্ষ্মীপুজোতে বৃষ্টি নিয়ে চিন্তা।

Follow Us

কলকাতা: এখনই বর্ষা বিদায় নয় বাংলা থেকে। আরও কিছুদিন থাকছে বাংলায় বর্ষার প্রভাব। অর্থাৎ লক্ষ্মীপুজোয় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। ভিজবে উত্তরবঙ্গও। অন্যদিকে ভোগান্তি আছে অক্ষরেখার কারণে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ অন্ধ প্রদেশে। সেখান থেকে একটি অক্ষরেখা উত্তর-পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর জেরে এ রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। তাই বৃষ্টি থেকে মুক্তি এখনই নয়। বর্ষা বিদায় নিতে আরও চার থেকে পাঁচদিন সময় লাগবে বলেই হাওয়া অফিস জানিয়েছে। ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে।

আগামী কয়েক দিন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারও দুপুরের দিকে উত্তর ২৪ পরগনা, কলকাতার একাংশে বৃষ্টি হয়েছে। পশলা বৃষ্টি হলেও ভিজতে হয়েছে। এই সপ্তাহটা এভাবেই কাটবে। তবে লক্ষ্মীপুজোর পর থেকে বর্ষা বিদায় হবে পুরোদমে। ভোরের দিকে কিংবা বেশি রাতের দিকে কমার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার।

অন্যদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যে হালকা বৃষ্টিও হবে। তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকার কথা। সর্বোচ্চ ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

এবার পুজোয় ষষ্ঠীর সন্ধ্যায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে পুজোর চারটে দিনই হালকা থেকে অতি হালকা বৃষ্টি হয়েছে। ঠাকুর দেখতে বেরিয়েছিলেন যাঁরা, অধিকাংশরই সঙ্গে ছিল ছাতা। লক্ষ্মীপুজো পর্যন্ত এই হালকা বৃষ্টি চলবে। টানা একটাই স্বস্তি, টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

Next Article