Weather Alert: পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 08, 2022 | 7:37 PM

Weather Update: পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

Weather Alert: পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়...
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ছবি PTI

Follow Us

কলকাতা: আগামী ১-২ ঘণ্টার মধ্যে বৃষ্টির সতর্কতা কলকাতায়। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর এই পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন বিকেল গড়াতেই আকাশে কালো মেঘ আর বিদ্যুতের ঝলকানি শুরু হয় কলকাতার বিভিন্ন জায়গায়। কিছু পরেই বৃষ্টির দাপট। ইতিমধ্যেই ফের দুর্যোগের মেঘ বাংলার আকাশে। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তারই প্রভাবে শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বেশি বৃষ্টি হতে পারে রবিবার এবং সোমবার। সোমবার পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এই নিম্নচাপের অবস্থান উত্তর-অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে। এই নিম্নচাপের কারণে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া বাংলায় প্রবেশ করবে। যার জেরে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

১০ তারিখ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১১ ও ১২ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ১১ ও ১২ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

১৩ সেপ্টেম্বর নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে এবং আগামী ৪৮ ঘন্টায় তা আরও শক্তিশালী হবে, তাই সমুদ্রের আশেপাশে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি থাকতে পারে। মৎস্যজীবীদের ১০ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে থেকে ১৩ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে আছেন, সেই মৎসজীবীদের শুক্রবারের মধ্যে ফিরে আসার জন্য বলা হয়েছে। সমুদ্র উপকূলে পর্যটকদের জন্য আগামী ১০ থেকে ১৩ তারিখ পর্যন্তও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে।

Next Article