Metro Service: বইমেলা উপলক্ষে শিয়ালদহ-সেক্টর ফাইভে ১২০টি মেট্রো চালাবে রেল, জেনে নিন সময়সূচি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 27, 2023 | 3:25 PM

Book Fair: কলকাতা আন্তর্জাতিক বইমেলা সল্টলেক বইমেলা প্রাঙ্গনে ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Metro Service: বইমেলা উপলক্ষে শিয়ালদহ-সেক্টর ফাইভে ১২০টি মেট্রো চালাবে রেল, জেনে নিন সময়সূচি
কলকাতা মেট্রো

Follow Us

কলকাতা: ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair 2023)। ফি বছর শীতের শেষবেলায় নিঃসন্দেহে শহরের বুকে এ এক পার্বণ। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই বইমেলাকে কেন্দ্র করে। শহরের একাধিক কানেক্টিং পয়েন্ট থেকে বাস তো থাকেই, এবার তার সঙ্গে যুক্ত হয়েছে মেট্রো পথও। বইমেলা উপলক্ষে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে বিশেষ মেট্রো পরিষেবা থাকবে ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ ডাউন মিলিয়ে ১২০টি মেট্রো চলাচল করবে। অন্যান্য সময় এই সংখ্যা থাকে ১০৬টি। এই রুটে সকাল ৬টা ৫৫ থেকে মেট্রো চলাচল করে। বইমেলার সময় তা চলবে ৬টা ৫০ থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত। বেলা ২টো ৪০ থেকে ৯টা ১৯ পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চলবে এই লাইনে।

বইমেলা চলার সময় (৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত) সোম থেকে শনিবার পর্যন্ত শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। এই ছ’দিন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে।

রবিবার সারাদিনে আপ ডাউন মিলিয়ে ৮০টি মেট্রো চলাচল করবে। বইমেলা চলাকালীন ২টি রবিবার পড়ছে। একটি ৫ ফেব্রুয়ারি, অন্যটি ১২ ফেব্রুয়ারি। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে বেলা ১২টা ৫০ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো ছাড়বে বেলা ১টায়। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা সল্টলেক বইমেলা প্রাঙ্গনে ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মাঝে আর তিনদিন। শুক্রবারই মেলা প্রাঙ্গনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন দমকলমন্ত্রী সুজিত বসু। ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু দে, সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য।

Next Article