ED Raid: অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়, এরইমধ্যে নতুন নাম মোনালিসা দাস, কে তিনি?

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 23, 2022 | 12:23 AM

Monalisa Das: এই মোনালিসা দাসের বাড়ি বোলপুর শান্তিনিকেতনে। তাঁর ১০টির বেশি সম্পত্তির খোঁজ মিলেছে বলে সূত্রের খবর। একাধিক ফ্ল্যাট রয়েছে।

ED Raid: অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়, এরইমধ্যে নতুন নাম মোনালিসা দাস, কে তিনি?
ইডির স্ক্যানারে নতুন নাম মোনালিসা দাস।

Follow Us

কলকাতা: ইতিমধ্যেই ১৬ ঘণ্টা পার হয়ে গিয়েছে। শুক্রবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডির আধিকারিকরা। রাত ১১টার পর পরই সেখানে আসেন ইডির এক নয়া আধিকারিক। সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মডেলের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২০ কোটি টাকা। এই অর্পিতাকে ঘিরে যখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইডি সূত্রে খবর, আরও এক মহিলার নাম উঠে আসছে। তিনি মোনালিসা দাস। তাঁর সঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের যোগ রয়েছে এমন তথ্যও উঠে আসছে।

এই মোনালিসা দাসের বাড়ি বোলপুর শান্তিনিকেতনে। তাঁর ১০টির বেশি সম্পত্তির খোঁজ মিলেছে বলে সূত্রের খবর। একাধিক ফ্ল্যাট রয়েছে। ইডি খতিয়ে দেখছে এই দিকটি। তদন্তকারীরা খতিয়ে দেখছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না। থাকলে কী সেই যোগ।

নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে শুক্রবার সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, তল্লাশি। তাতেই উঠে এল ২০ কোটি টাকা নগদ। সূত্রের দাবি, অর্পিতা মুখোপাধ্যায় নামে এক যুবতীর ফ্ল্যাট থেকে এই টাকা উদ্ধার হয়েছে। সূত্র মারফৎ খবর, এই অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। সঙ্গে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে।

এদিন সকাল থেকে একাধিক দলে ভাগ হয়ে তদন্তে নামে ইডি। পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে প্রায় ১৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে। ইডি সূত্রে জানা গিয়েছে, এই নথির বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছে। তবে কোন ক্ষেত্রে এই অসঙ্গতি তা স্পষ্ট নয়।

 

Next Article