Mamata Banerjee: স্বনির্ভর গোষ্ঠীতে দেশের মধ্যে বাংলাই সেরা, টুইটে জানালেন মমতা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 16, 2022 | 11:48 PM

SHG: ২০২২-২৩ অর্থবর্ষে কতগুলি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে সরকার। সূত্রের খবর, চলতি অর্থবর্ষে নতুন করে ১ লক্ষ ৯৪ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছে জেলাগুলিকে।

Mamata Banerjee: স্বনির্ভর গোষ্ঠীতে দেশের মধ্যে বাংলাই সেরা, টুইটে জানালেন মমতা
স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে বাংলা গোটা দেশে প্রথম।

Follow Us

কলকাতা: ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে প্রথম স্থান অধিকার করেছে বাংলার স্বনির্ভর গোষ্ঠী। শুক্রবার টুইটারে নিজেই সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছে বাংলা। এই সাফল্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, মোট ১০.০৪ লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। দেশের মধ্যে এই স্বীকৃতি এসেছে। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের আওতায় এই স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি হয়।

২০২২-২৩ অর্থবর্ষে কতগুলি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে সরকার। সূত্রের খবর, চলতি অর্থবর্ষে নতুন করে ১ লক্ষ ৯৪ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছে জেলাগুলিকে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের টার্গেট সবথেকে বেশি। রাজ্যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রয়েছে। স্কুল ড্রেস তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন কাজকে এই স্বনির্ভর গোষ্ঠীর আওতাধীন করার লক্ষ্য নিয়েছে সরকার। রাজ্য রীতিমতো পরিকল্পনা করে এগোতে চাইছে এই ‘স্বনির্ভরতা’র লক্ষ্যে। জেলাগুলির ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পকে আরও মজবুত করে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও কার্যকর করাই লক্ষ্য সরকারের।

এর আগে ১০০ দিনের কাজেও সেরার শিরোপা পেয়েছে এ রাজ্য। ২০২১-২২ অর্থবর্ষে ১০০ দিনের কাজে সব থেকে বেশি মানুষ কাজ পেয়েছেন বাংলায়। এই অর্থবর্ষে ৩১ মার্চ পর্যন্ত, ১০০ দিনের কাজের প্রকল্পের অধীনে মোট ৩৬,৪২,৪৮,৫৯৬ টি মানব দিবস তৈরি করা হয়েছে এই রাজ্যে বলে জানা গিয়েছিল।

Next Article