Mamata Virtual Campaign: পায়ে চোট, এবার ঘরে বসেই ভার্চুয়াল প্রচারে নামছেন মমতা

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Jul 02, 2023 | 3:49 PM

Mamata Banerjee: বীরভূমের দুবরাজপুরে আগামিকাল সভা রয়েছে তৃণমূলের। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের জেলাস্তরের শীর্ষ নেতারা। সেখানেই দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Virtual Campaign: পায়ে চোট, এবার ঘরে বসেই ভার্চুয়াল প্রচারে নামছেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: ব্যথা আগের থেকে কম। কিন্তু পা ও কোমরের চোট এখনও পুরোপুরি কমেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। চিকিৎসকরা আপাতত তাঁকে বাইরে বেরতে বারণ করেছেন। কিন্তু সামনেই যে পঞ্চায়েত ভোট। দলের নীচুতলার কর্মী তো তাঁর বক্তব্য, তাঁর ভোকাল টনিকের জন্য অপেক্ষায় রয়েছেন। দলনেত্রী হিসেবে তাঁর একটা বার্তা যে ঘাসফুল শিবিরে মনোবল শতগুণে বাড়িয়ে দিতে পারে,তা আর বলার অপেক্ষা রাখে না। তাই এবার ভার্চুয়ালি নির্বাচনী প্রচার (Virtual Campaign) শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। দলীয় সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, আগামিকাল, সোমবারই মমতার ভার্চুয়াল প্রচার। বীরভূমের দুবরাজপুরে আগামিকাল সভা রয়েছে তৃণমূলের। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের জেলাস্তরের শীর্ষ নেতারা। সেখানেই দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বেশ কিছু জায়গায় প্রচার করার কথা ছিল মমতা। শুরুও করে দিয়েছিলেন উত্তরবঙ্গ থেকে। কোচবিহারে, জলপাইগুড়িতে সভা করে ফেলেছেন। সেখান থেকে ফেরার সময়েই ঘটে বিপত্তি। আবহাওয়ার দুর্যোগের কারণে হেলিকপ্টারের মধ্যে পায়ে ও কোমরে চোট পান মমতা। তারপর কলকাতায় ফিরে সোজা এসএসকেএম হাসপাতাল। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

কিন্তু মমতা ভর্তি হতে চাননি। সেই থেকে বাড়িতেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এসবের মধ্যেও পঞ্চায়েতের ভোটের প্রচার চালিয়ে যেতে চাইছেন মমতা। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল গ্রেফতারির পর থেকে বীরভূমের প্রতিটি রাজনৈতিক গতিবিধির দিকে আরও নজর রাখছে তৃণমূল। সূত্রের খবর, পঞ্চায়েতের আগে কেষ্টহীন বীরভূমে প্রচারে যাওয়ার কথাও ছিল মমতার। কিন্তু উত্তরবঙ্গ থেকে ফেরার পথে পায়ে চোট লাগে। ফলে সশরীরে বীরভূমের সভায় উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু দলীয় কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে এার ভার্চুয়ালি ভাষণ দেবেন মমতা।

Next Article