কলকাতা: পঞ্চায়েতের ভোটের (Panchayat Election 2023) রণদামামা বাজতেই বাংলার কোণার কোণার খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে TV9 বাংলা। মনোনয়ন পর্বের অশান্তি থেকে থেকে আম-আদমির অভাব অভিযোগ, ভোট প্রচার থেকে জেলায় জেলায় হিংসা-হানাহানি, সর্বত্রই ছুটে গিয়েছেন TV9 বাংলার রিপোর্টাররা। ভাঙড় থেকে ক্যানিং, আক্রমণের মুখেও পড়েছেন আমাদের প্রতিনিধিরা। এবার রাত পোহালেই পঞ্চায়েত ভোট। ২৫০ রিপোর্টার, ৫০০ ক্যামেরাম্যান নিয়ে ময়দানে টিভি-৯ বাংলা। ভোটের সমস্ত খবর পেতে চোখ থাকুক টিভি-৯ বাংলায় (TV-( Bangla)।
শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ হতে চলেছে ৬০৫৯৩টি বুথে। ৬৫২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১০৪৩টি বুথে ভোট হচ্ছে না। ভোটের দিন রাজ্যে থাকছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি শনিবার সকালের মধ্যে ময়দানে নামবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। শনিবার দিনভর ভোটের যাবতীয় খবর দেখতে পাবেন টিভি-৯ বাংলা ওয়েবসাইটে। একইসঙ্গে নজর রাখুন টিভি৯ বাংলার ফেসবুক পেজ, ইউটিউব, টুইটারে।
এক নজরে ভোটের যাবতীয় খুঁটিনাঁটি দেখতে নজর রাখুন…
টিভি ৯ বাংলা লাইভ টিভি: https://tv9bangla.com/live-tv
টিভি৯ বাংলা ফেসবুক: https://www.facebook.com/TV9BanglaLive
টিভি৯ বাংলা ওয়েবসাইট : https://www.tv9bangla.com
টিভি৯ বাংলা ইউটিউব : https://www.youtube.com/c/TV9BanglaLive/
টিভি৯ বাংলা টুইটার: https://twitter.com/Tv9_Bangla
টিভি৯ বাংলা কু: https://www.kooapp.com/profile/tv9bangla
টিভি৯ বাংলা শেয়ার চ্যাট: https://sharechat.com/profile/686478969?referer=otherProfileFeed